রাজধানীর বনানীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইমএশিয়া ক্যাম্পাসে গতকাল শনিবার বিকেলে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত পারভেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র এবং তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। এই ঘটনায় নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছি এবং মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছি।” পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেল ৪টার পর বনানীস্থ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র পারভেজ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ তাদের ফেসবুক পেজে এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে পারভেজ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। একইসাথে তারা নিহত পারভেজের একটি ছবিও শেয়ার করেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে এবং শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ক্যাম্পাসে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।