ফেনী বাসীকে আবার ২০২৪ সালের মত ২০২৫ সালে এসে বন্যার আতন্কে দিন কাটছে হচ্ছে।গত ৭২ ঘন্টায় ফেনীতে বৃষ্টিপাতের রেকর্ড পরিমান ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।ফেনী শহর বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরমভাবে ভোগান্তিতে।ভারতে ত্রিপুরা রাজ্যের বৃষ্টির পানি চাপবেড়ে যাওয়ার কারণে ৫টি বেঁডিবাদ ভেঙ্গে গিয়ে ভারতের পানি বাংলাদেশ ডুকছে।বল্লাই খাল বেডিঁবাদ,সিলনিয়া নদী,ছোট্ট ফেনী নদী,মহুরী নদী কালিদাস পাহালিয়া নদীতে পানির চাপ বিপদসীমা অতিক্রম করেছে।উজান ভাঁডিতে ভারতের পানির কারণে বাঁদ ভেঙ্গে গিয়াছে। ফেনীর জনগণের আতন্কে দিন কাটছে। সকল ব্যবসা বানিজ্য,স্কল কলেজে শিক্ষার্থীদের লেখা পড়া থমকে দাঁড়িয়েছে।পানি উন্নয়ন বোর্ড ফেনীর জন্য মহা বিপদ সংকেত দিয়েছেন। এবং সকল জনগণ নিরাপদ স্হানে থাকার নির্দেশ দিয়েছেন।