ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার নেতৃবৃন্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ ও বরগুনা-২ আসনের প্রার্থী ঘোষণা করেছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করেন।
ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রার্থী ঘোষণা সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার প্রধান উপদেষ্টা কেওড়াবুনিয়ার পীর সাহেব আলহাজ্ব মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাদের পীর সাহেব বাওয়ালকর, জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুস শাকুর, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মাওলানার রেজাউল করিম , ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আবু নাঈম আনসারী, ও উপজেলা সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার নেতৃবৃন্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বরগুনা-১ কেওড়াবুনিয়ার পীর মাওলানা মোঃ ওয়ালিউল্লাহ ও বরগুনা-২ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীর নাম ঘোষণা করেন।
সমাবেশে বক্তারা বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন যুদ্ধে অংশগ্রহণ করলে ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হবো।
নেতৃবৃন্দ বলেন, বিগত দিনে কালোটাকা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অবৈধ প্রভাব খাটিয়ে তৎকালীন সরকার একতরফাভাবে নির্বাচন করে ক্ষমতায় ছিলেন। আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবেনা এই দৃঢ় বিশ্বাস আমাদের রয়েছে।