বরগুনার আমতলীতে চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচি (এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন) এর আওতায় আজ (৩জুলাই) বৃহস্পতিবার একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ ফিরোজ বিশ্বাস নিজ হাতে একটি ফলজ চারা (আম গাছ)রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোয়াজ্জেম হোসাইন, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক – শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা। এ সময় সবাই পরিবেশ রক্ষার গুরুত্ব ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য দেন। সভাপতি মোঃ ফিরোজ বিশ্বাস বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একজন অভিভাবক হিসেবে আমি চাই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে। আজকের একটি গাছ আগামী প্রজন্মের জন্য বিশুদ্ধ বাতাস ও সবুজ পৃথিবীর প্রতীক হয়ে দাঁড়াবে।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের মাঝে এমন ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের আরও কর্মসূচি আয়োজন করা হবে।” বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীরা গাছের পরিচর্যার দায়িত্ব ভাগাভাগি করে নেন এবং প্রতিশ্রুতি দেন নিয়মিত এর যত্ন নেওয়ার। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানে একটি সচেতন পরিবেশের বার্তা ছড়িয়ে পড়ে। পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এ কর্মসূচি এলাকাবাসীর মধ্যেও প্রশংসার সৃষ্টি করেছে। পরিশেষে প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব হাসেম বিশ্বাসসহ যারা বিদ্যালয় নির্মাণে অবদান রেখেছেন -তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।