বরগুনায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০.০০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বনাঢ্য র্যালী বের হয়ে শহীদ মিনার চত্তরে শেষ হয়। এরপর টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে মেলার উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
বিভাগীয় বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সহকারী বন সংরক্ষক মোঃ তারিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম বলেন,আমাদের নিজেদের সুস্থ্যতার জন্যই প্রত্যককে বেশী বেশী করে গাছ লাগাতে হবে। পরিবেশ বিশুদ্ধ রাখতে গাছের বিকল্প নেই।
১৫ জুলাই থেকে আগামী ২১ জুলাই পর্যন্ত এ মেলা চলমান থাকবে। মেলায় বন বিভাগের স্টলসহ প্রায় ৪০টি স্টলে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করছে।