বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ কুপধন বিষখালী নদীর পাড়ে ভুট্টা খেতে বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়নের ০১নং ওয়ার্ডের গোলবুনিয়া গ্রামের মৃত.আঃ মান্নানের স্ত্রী জহুরা নামের এক বৃদ্ধা মহিলার লাশ পাওয়া গেছে। মৃত্যুর কারণ এখনো সঠিক জানা যায়নি, তবে পরিবারের বক্তব্য তিনি ছেলের সাথে রাগ করে ১৭.০৩.২০২৫ তারিখ বুধবার বাড়ি থেকে চলে যায় এবং তার পরের দিন বৃহস্পতিবার ১৮.০৩.২৫ তারিখ বিকেল আনুমানিক ৪:০০ টায় একজন পথিকের মুঠোফোন দিয়ে তার মেয়ের মুঠোফোনে কল দিয়ে বলে তাকে যেনো কেউ না খোঁজেন।পরবর্তীতে অনেক খোঁজা-খোজির পরে আজকের তথা ২৩.০৩.২৫ রোজ বুধবার দুপুর ১.০০ ঘটিকার দিকে দক্ষিণ কুপধন গ্রামের কবির নামে একজন গরুর জন্য মাঠে ঘাস কাটতে গেলে ভুট্টাক্ষেতে লাশ দেখতে পায় পরে লোকজন ডাকাডাকি করলে স্থানীয় গ্রাম পুলিশ পাথরঘাটা থানা আইনশৃঙ্খলা বাহিনীকে অবিহিত করেন।
আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতায় লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।