গতকাল ১২ই এপ্রিল নগরীর নিউ সারকুলারোড গাজীবাড়ি এলাকায় এক বাসায় অভিযান চলিয়ে মাদক সহ এক মাদক কারবারিকে আটক করে ডিবির একটি চৌকস দল।আটক মাদক কারবরির নাম মাছুম (৪২)।
ডিবির এই অভিযানের পরিচালনায় ছিলেল ডিবি ইনেস্পটর ছগির হোসেন।কথা হয় তাহার সাথে সে জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদকের একটি বড় চালান আছে মাদক কারবারি মাছুমের কাছে।
প্রায় ২ঘন্টা ঐ বাসায় অভিযান চালায় ডিবি, এক পর্যায় ডিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মাছুম তাহার কাছে থাকা মাদক ইয়াবা তাহার বাসার বাতরুমে গিয়ে কমটের ভিতর ফেলে দেয়।ডিবির ইনেস্পটর ছগির হোসেনের চৌকস বুদ্ধিমাত্তায় ঐ বাসার বাহিরে থাকা সেপটি পাইপের ভিতর থেকে অর্ধগলিত বিপুল পরিমানে ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।
ডিবি জানায় এই মাদক উদ্ধার অভিযানে এলাবাসি সাথে ছিলো।তাদের সহায়তায় এই অভিযান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো।
ডিবি ইনেস্পটর ছগির হোসেন জানায় এর আগেও মাদক কারবারি মাছুম মাদক সহ আটক হয়েছিলো।জামিনে বের হয়ে স্হান পরিবর্তন করে নতুন জায়গায় এসে আবার মাদক ব্যবসা শুরু করেন এটা ডিবির কাছে তথ্য ছিলো।তথ্যঅনুযায়ী তারা এই অভিযান পরিচালনা করেন।আটকের পর মাদক সহ মাছুম কে কোতোয়ালি মডেল থানায় তাকে পাঠানো হয়।ধারনা করা হচ্ছে প্রায় ৮থেকে ১০ হাজার ইয়াবা ছিলো মাদক কারবারি মাছুম এর কাছে।ডিবি জানায় মাছুম কে নিয়ে আরো মাদক উদ্ধার অভিযান চালিয়ে তাহার নামে মাদক মামলা করা হবে।