1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক ২১টি বিদ্যালয় স্থাপনের অনুমতি প্রদান ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে দুটি স্বর্নের বার সহ আটক ১ ফুলবাড়ীতে প্রতিপক্ষরা জোরপূর্বক বাড়ির জায়গা দখল করে রাস্তা তৈরির প্রতিবাদে সংবাদ সম্মেলন ত ১৬ বছর মানুষের জীবনে স্বাধীনতা ছিল না- কেন্দ্রীয় যুবদল সাধারণ নুরুল ইসলাম নয়ন বর্তমান আমাদের দেশের হাট ও বাজারে প্রতিদিন সকাল বিকাল আগুনে পুরিয়ে যাচ্ছে তজুমদ্দিনে বিএনপি নেতা আলমগীর খোকনের দাফন সম্পন্ন ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা সহ বিভিন্ন অপরাধ মামলার ৬ আসামী গ্রেফতার খসড়া ইমারত বিধিমালা ২০২৪: তুমি কি গণতন্ত্রের না রাজতন্ত্রের? সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের জামিন না মঞ্জুর বরিশালে শেখ হাসিনার ভাতিজা মঈন আব্দুল্লাহ ৪ দিনের রিমান্ডে

বরিশালে শেখ হাসিনার ভাতিজা মঈন আব্দুল্লাহ ৪ দিনের রিমান্ডে

মোঃমোর্শদ আলম শাওন
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২ বার পড়া হয়েছে

বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ভাতিজা মঈন আব্দুল্লাহকে চারদিনের রিমান্ডে নিচ্ছে পুলিশ।মইন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।রোববার (২৪ নভেম্বর) বিকেল চারটায় মইনের চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক নূরুল আমিন। এছাড়া আরও দুটি মামলায় মইনকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।এসব তথ্য নিশ্চিত করে আদালতের জিআরও এসআই এনামুল হক জানান, দুই মামলার দুই তদন্তকারী কর্মকর্তা ৫ দিন করে রিমান্ড আবেদন করেছিলেন। বিচারক দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবং অপর দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মইনকে জেলহাজতে পাঠানো হয়।বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানিয়েছেন, নগরীর চৌমাথা এলাকায় বিএনপির শোক মিছিলে হামলা ও সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। এ দুই মামলায় মঈন আব্দুল্লাহকে রিমান্ড দেওয়া হয়েছে।আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লস্কর নূরুল হক জানান, তারা জামিনের জন্য আবেদন করেছিলেন। আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে দুদিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে। তবে পরবর্তী তারিখে তারা আবারও জামিনের আবেদন করবেন।এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান থেকে মঈন আব্দুল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরকদ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা ছিল।ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক ছিলেন মঈন আব্দুল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com