মায়ের মুখে তৃপ্তির হাসি দেখেছিলাম সেদিন, যেদিন প্রথম আমার বাবা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব ফিরোজ উদ্দিন আহমেদ সড়কের নাম ফলক দেখতে গিয়েছিলাম। সাথে আরেক জন বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব হুমায়ুন কবির কাকা ছিলেন।
এই সড়কের নাম করণের প্রথম প্রস্তাবক ছিলেন বীর মুক্তিযোদ্ধ জনাব সোবাহান কাকা। পরে যাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় কাজটি সম্পুর্ন করতে পেরেছি তাদের মধ্যে মাননীয় এম পি মহোদয় সহ আমার ফুফাতো ভাই জনাব এম,এ খান জুয়েল,আমার কাকা জনাব হুমায়ুন কবির,সাবেক থানা নির্বাহী কর্মকর্তা জনাব মাজহারুল ইসলাম।
ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি যুগ্ন সচিব মনিন্দ্র কিশোর মজুমদার ও সকল সরকারী কর্মকর্তা গন সহ যে সব মুক্তিযোদ্ধা কাকারা সার্বিক ভাবে সহযোগিতা করেছেন সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । সড়কটি বিজরা বাজার থেকে বনকরা,ঘোষ্পা,শিয়ালওড়া, ধনিশ্বর হয়ে বরুড়া পর্যন্ত।