বাংলাদেশের সর্ব দক্ষিনে সীমান্ত শহর কক্সবাজার জেলার আওতাধীন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন মৌলভীবাজারের সমাজিক সংগঠন- বৃহত্তর মৌলভীবাজার একতার বন্ধন এর চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে ২২-১১-২০২৪ ইংরেজি, রোজ:-জুমাবার। চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সংগঠনের কার্যকরী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক হাতে নেওয়া কর্মসূচির আনন্দ ভ্রমণের যাত্রা সকাল ০৮:০০ঘটিকায় মৌলভীবাজার হতে শুরু হয় যার প্রথম গন্তব্য ছিল নাইক্ষংছড়ি লেক। নাইক্ষংছড়ি লেক প্রথম গন্তব্যে পৌঁছে দারুণ আনন্দ উপভোগ করেন সংগঠনের সদস্যরা। তাদের অনুভূতিতে যাত্রা পথে নাইক্ষংছড়ির মধু মাখা গ্রাম, হরেক রকমের গাছ গাছালি, ফসলি জমি দেখে সবাই হারিয়ে যায় গ্রাম বাংলার মনমুগ্ধকর পরিবেশে।লেকের কথা বলতে গেলে সেখানে রয়েছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতুর মতো সেতু আর নিচে জলাশয় -ছোট্ট ছোট্ট স্বপ্ন তৈরি নৌকা যেখানে হাজারো দর্শনার্থীদের আগমন।প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যেন নাইক্ষংছড়ির লেক।সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে সবাই প্রকৃতির সাথে মিশে আনন্দ উল্লাসে শেষ করেছে দুপুরের খাবার। সেখান থেকে রওনা হলো দ্বিতীয় গন্তব্য কক্সবাজার আইকনিক রেলস্টেশনে যেখানে রয়েছে হাজারো দর্শনার্থীর ভীড় এবং রেল যাত্রী।সবচেয়ে মজার বিষয় হচ্ছে আইকনিক রেলস্টেশনে কেক কেটে চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মৌলভীবাজার একতার বন্ধন এর উপদেষ্টা- জনাব জামাল হোসাইন বি এ, সভাপতি – শফিক আহমদ,সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ সহ সংগঠনের সকল সদস্যরা মিলে কেক কেটে চতুর্থ বর্ষপূর্তি উদযাপনে মেতে উঠেছে।যেখানে আরো ছিল মৌলভীবাজার একতার বন্ধন সংগঠন এর শুভাকাঙ্ক্ষী জনাব রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসী মৌলভীবাজার, সহসভাপতি-মোশাররফ হোসাইন, সহসভাপতি আবুল খাইর সহ কার্যকারী পরিষদের সকল সদস্য বৃদ্ধ। কেক কেটে , মিষ্টি খাওয়ার আনন্দঘন মুহূর্তে বেজে উঠে তৃতীয় গন্তব্যের ঘন্টা। সবাই প্রস্তুত এখন তৃতীয় গন্তব্য সাগর নন্দিনী কক্সবাজার সমুদ্র সৈকতের উদ্দেশ্য রওয়ানা দেবে। বলতে বলতে আসরের সময় সবাই সাগর নন্দিনীর বুকে গোধূলির দৃশ্য আর হরেক রকমের বালিয়াড়ি, সারি সারি ঢেউয়ের সাথে মিশে গেছে একতার বন্ধন পরিবার। প্রকৃতির সাথে মিশে শুরু হল (লাকি কুপন-একতার বন্ধন)নামের র্যাফেল ড্র যেখানে রয়েছে সকল সদস্যদের ভাগ্য পরিক্ষা করার সুবর্ণ সুযোগ। সন্ধা গনিয়েছে এবার চলে আসার পালা।
সবমিলিয়ে একতার বন্ধন পরিবার এর সকল সদস্যের অনুভূতিতে তারা বলেন -তারা অনেক খুশি হয়েছে সংগঠন এর চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করে। তাদের সকলের অঙ্গীকার হাতে হাত রেখে এই ভ্রাতৃত্বের বন্ধনে আজীবন থাকবে সবাই এবং এই বর্ষপূর্তি যেন বেছে থাকে আদি থেকে অন্ত পর্যন্ত।সভাপতিঃ-শফিক আহমদ বলেনঃ- আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি যাঁরা আমাদের সংগঠনকে বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করেন যেমন আব্দুল করিম দুবাই প্রবাসী ও উপদেষ্টা এবং মোহাম্মদ জুবায়ের প্রবাসী ও উপদেষ্টা মৌলভীবাজার একতার বন্ধন। সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ বলেনঃ-.. আমরা এক এবং অভিন্ন আমাদের সংগঠন সৃষ্টি হয়েছে অসহায়, নির্যাতিত নিপীড়িত মানুষের কল্যাণের জন্য। আমরা স্বপ্ন দেখি আকাশের চেয়ে বিশাল, সমুদ্র থেকে গভীর, কারণ আমরা জানি সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন না হলেও এক বিন্দু পরিমাণ হবে তাহলে আমরা সার্থক।তাই আমরা স্বপ্নের পথে যাত্রা করি ছোট ছোট পদক্ষেপে।যেন হোঁচট খেলেও খুব দ্রুত উঠতে পারি।