1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

বাংলাদেশী বংশোদ্ভূত জার্মান বিজ্ঞানী প্রফেসর গোলাম আবু জাকারিয়া আন্তর্জাতিক মেডিকেল ফিজিক্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত

মোঃ আব্দুল্লাহ
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে
অ্যাডিলেড, অস্ট্রেলিয়া, ২৯ই সেপ্টেম্বর থেকে ৪ঠা অক্টোবর ২০২৫: আন্তর্জাতিক মেডিকেল ফিজিক্স অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশী বংশোদ্ভূত জার্মান বিজ্ঞানী প্রফেসর গোলাম আবু জাকারিয়াকে মর্যাদাপূর্ণ International Organization for Medical Physics (IOMP) কর্তৃক Harold Johns Medal প্রদান করা হয়েছে। মেডিকেল ফিজিক্সে শিক্ষা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রসারে তাঁর অসাধারণ অবদানই এই সম্মানের ভিত্তি। এটি মেডিকেল ফিজিক্স পেশাজীবীদের জন্য বিশ্বের অন্যতম সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে বিবেচিত।
পুরস্কারটি প্রদান করা হয় IUPESM World Congress on Medical Physics and Biomedical Engineering 2025–এর উদ্বোধনী অনুষ্ঠানে, যা ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অনুষ্ঠিত হয়।
প্রফেসর জাকারিয়া বর্তমানে জার্মানির Anhalt University of Applied Sciences–এর অধ্যাপক এবং German Society of Medical Physics (DGMP)–এর সদস্য। তিনি দক্ষিণ এশিয়ায় ক্যান্সার চিকিৎসা ও মেডিকেল ফিজিক্সে উচ্চতর প্রশিক্ষণ প্রসারে নিবেদিত South Asia Center for Medical Physics and Cancer Research (SCMPCR)–এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তাঁর গবেষণা ও কাজের মূল ফোকাস রেডিয়েশন থেরাপি, ক্যান্সার নির্ণয় এবং উন্নয়নশীল দেশে মেডিকেল ফিজিক্স অবকাঠামো গড়ে তোলা।
হ্যারল্ড জনস মেডেল প্রখ্যাত কানাডিয়ান মেডিকেল ফিজিসিস্ট হ্যারল্ড এলউড জনস (১৯১৫–১৯৯৮)-এর স্মৃতিতে প্রতিষ্ঠিত। তিনি ক্যান্সার চিকিৎসায় কোবাল্ট–৬০ রেডিওথেরাপির পথিকৃৎ ছিলেন। এই পুরস্কার শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে বৈশ্বিক শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। অতীতে এই সম্মান অর্জনকারীদের মধ্যে রয়েছেন এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টারের প্রখ্যাত গবেষক জর্জ স্টার্কশাল (২০২২)।
বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা শেষে জার্মানিতে স্থায়ী হয়ে প্রফেসর জাকারিয়া European Federation of Organizations for Medical Physics (EFOMP) এবং Asia-Oceania Federation of Organizations for Medical Physics (AFOMP)–এর সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন। তাঁর নেতৃত্বে এসসিএমপিসিআর দক্ষিণ এশিয়ায় ক্যান্সার গবেষণা ও প্রশিক্ষণের একটি আঞ্চলিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
IOMP–এর সভাপতি জন ড্যামিলাকিস বলেন, “প্রফেসর জাকারিয়ার কাজ উন্নয়নশীল অঞ্চলে মেডিকেল ফিজিক্স শিক্ষার প্রসার ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”
পুরস্কার প্রাপ্তির পর প্রফেসর জাকারিয়া বলেন, “এই সম্মান আমি উৎসর্গ করছি আমার সহকর্মী ও শিক্ষার্থীদের, যারা মেডিকেল ফিজিক্সের মাধ্যমে মানবতার সেবায় নিজেকে নিবেদিত করেছেন।”
বিশেষজ্ঞদের মতে, এই অর্জন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বিজ্ঞান শিক্ষার প্রসার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। IOMP, যা বিশ্বের ৯০টিরও বেশি দেশের মেডিকেল ফিজিক্স সংস্থাকে প্রতিনিধিত্ব করে, এই পুরস্কারের মাধ্যমে বৈশ্বিক সহযোগিতা ও উৎকর্ষতাকে আরও জোরদার করে।
প্রফেসর গোলাম আবু জাকারিয়ার এই সাফল্য প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানীদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা এবং বাংলাদেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com