বন ও বন্য প্রাণী সংরক্ষণ এবং পরিবেশ-প্রতিবেশ রক্ষার জাতীয় সংগঠন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (Bangladesh Biodiversity Conservation Federation – BBCF) কক্সবাজার জেলা কমিটি গঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বিসিসিএফ সভাপতি মোঃ জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী দুই বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটি অনুমোদন দেওয়া হয়।কমিটিতে আ.ন.ম শামসুদ্দিন মানিকে সভাপতি, মিনার হাসনাকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আব্দুল হালিমকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।বিবিসিএফ জেলা কমিটির অন্যান্যরা হলেন, সহঃ সভাপতি ডাঃ মোহাম্মদ ইসমাইল, সেজুতি রোশনাই, হাসনা হোরাইন, মুহাম্মদ হোসাইন, শাহেদ আলী অলিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ মোহাম্মদ বাপ্পি, জুনাইদ হোসাইন, নুরসী ইসলাম, সহঃ সাংগঠনিক সম্পাদক কাজি সাদিয়া আহমেদ, অর্থ সম্পাদক শামশুল আলম শ্রাবণ, পরিবেশ সম্পাদক তারিন সুলতানা, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, ফারহান শাওন, উপ শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক তাবাসসুম কাদের তিথি, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক হায়দার, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, কার্যকরী সদস্য এবি ওয়াহেদ (চকরিয়া উপজেলা সংগঠক), আজিজুল হক রুবেল- (ঈদগাও উপজেলা সংগঠক), মঈনুর রশিদ (রামু উপজেলা সংগঠক), জাহেদুল করিম (উখিয়া উপজেলা সংগঠক) মোঃ নজরুল ইসলাম (পেকুয়া উপজেলা সংগঠক), খোরশেদ আলম দিদার (টেকনাফ উপজেলা সংগঠক) শওকত উসমান (চকরিয়া উপজেলা সংগঠক), মোহাম্মদ আমিনুল ইসলাম (মহেশখালী উপজেলা সংগঠক), হেলাল উদ্দিন, শাহেদ মোঃ লাদেন, সাঈদ স্বাধীন, উম্মে রুমায়ূন, শাফকাত শাহারিয়ার, সাদ্দাম আরসালান, আশরাফ বিন ইউছুপ, হুমায়ূন রশীদ, এডভোকেট মোহাম্মোদ কায়েস, সাইফুর রহমান, মোহাম্মদ আবু হেনা, মোহাম্মদ হাসান মাহমুদ, মোর্শেদ আলম শাহিনশা, কামাল হোসেন ও আবুল কাশেম।