বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম দিনাজপুর জেলায় ৪২ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। গত শনিবার (৩০ নভেম্বর) সংগঠনটির কার্যকরী সভাপতি মোঃ সাব্বির তালুকদার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ আহবায়ক কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়েছে। মোঃ আবুল কালাম আজাদ- আহবায়ক ও ইঞ্জিনিয়ার মোঃ ফাহাদ হাসান চৌধুরী কে সদস্য সচিব করে ১ মাসের জন্য ৪২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক যথাক্রমে- মোঃ শাহজাহান আলী, মোঃ মনোয়ার হোসেন, মোঃ কারিমুল ইসলাম, মোঃ হাচনাত রহমান, মোঃ মাহমুদুল হাসান মাহিন, মোঃ মহিদুর রহমান, মোঃ হামিদুল ইসলাম, মোঃ রায়হানুল ইসলাম রানু, মোঃ রকনুল ইসলাম রায়হান, মোছাঃ সুমোনা শারমিন সন্ধ্যা, মোঃ আবু মোতালেব, মোছাঃ আফরিন আক্তার, মোঃ রিয়ান বাদশা ও মোঃ সেলিম রেজা, কার্যকরী সদস্য যথাক্রমে- নাহার ইসলাম অধরা, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আল আমিন ইসলাম, মোঃ মেহেদী হাসান, মোঃ সাব্বির তালুকদার, মোঃ শাহীন আলম কাদির, মোঃ ইমতিয়াজ আলী, মোঃ মাহমুদুল হাসান, মোঃ আতিকুর রহমান, মোঃ আপেল মাহমুদ, মোঃ টিয়ার হাসান, মোঃ লুৎফর রহমান, মোঃ ওমর ফারুক, মোঃ নোমান ইসলাম, মোঃ রেজওয়ান কবির, মিফতাহুল জান্নাত, মোঃ নূর নবী, মোঃ শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ শুভ ইসলাম, মোঃ এরশাদ মোল্লা, মোঃ সিজান চৌধুরী, মোঃ গালিব হোসেন, মোঃ মুনতাসির রহমান মিম, মোঃ পারভেজ ইসলাম, মোঃ শারমিন খাতুন মীম, মোঃ সাব্বির হোসেন।বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম দিনাজপুর জেলার নব-নির্বাচিত সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ ফাহাদ হাসান চৌধুরী কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের লক্ষ্য উদ্দ্যেশ্য বেকার যুবক ও যুবতী নারীদের আধুনিক প্রযুক্তিতে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে কর্মমূখী সক্ষমতা বৃদ্ধি করা। যুবদের স্ব-কর্মসংস্থান সৃজনে উপযোগী করে গড়ে তোলা। বিশ্বায়নের সাথে সুসংগঠিত রেখে যুবকদের দেশ-বিদেশের শ্রম বাজারের উপযোগী দক্ষ মানবসম্পদে পরিনত করা। যুবকদের মাঝে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন সাধন করাই আমাদের অন্যতম লক্ষ্য।