1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে প্রাইভেটকার হতে চাঁদা আদায় করা সেই যুবককে গ্রেফতার করেছে ডিএমপি চিলমারীর ৭ মৎস্যজীবী বিএসএফ এর হাতে ৫মাস থেকে আটক, পরিবারের মানবেতর জীবন-যাপন কুড়িগ্রামে ৪৭ কেজি গাঁজাসহ আটক ২ ১নং রসুলপুরে খাদ্য বান্ধব কর্মসূচী চাউল বিতরণ শুরু চরফ্যাশন কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে দূর্যোগ পূর্বপ্রস্তুতিমুলক প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত ১০০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল পঞ্চগড় স্থাপনের দাবিতে মানব বন্ধন চাঁপাইনবাবগঞ্জে নার্সিং ইনস্টিটিউটের খাবার মেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রংপুরে ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট রূপগঞ্জে মুষলধারে বৃষ্টিতে প্লাবিত গাউছিয়া মার্কেট

বাংলা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার নাম পাল্টিয়ে মঙ্গল শোভাযাত্রা

মোঃ মাজহারুল হক ভূইয়া
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

বাংলা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার নাম পাল্টিয়ে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছিল এখন আবার পূর্বের ও আসল নামে ” বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা” পালিত হবে ।

এটার উদ্ভাবন যিনি করেন উনার নাম হচ্ছে মাহবুব জামাল শামীম।

এটা মূলত ৮০ দশকের আগেই যশোরে অল্পকিছু মানুষ পালন করতো তখনও নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ছিলো । তারপরে এটাকে ১৯৮১ সালে যশোরের একটি প্রাইভেট সাংস্কৃতিক বিদ্যা প্রতিষ্ঠান বেসরকারিভাবে পালন করতে শুরু করে। ১৯৮৬ সালে এটা ঢাকায় আসে ওই শামীমের হাত ধরে তখনও বেসরকারিভাবে অল্পকিছু মানুষ পালন করতো। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার চারুকলা অনুষদ এটা মূলত সরকারি বা বিশ্ববিদ্যালয় থেকে পালন করতে শুরু করে সেখানেও শামীম ছিলো। ১৯৮৯ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত এটা তার পূর্বের ও আসল নামে পালিত হতে থাকে। হঠাৎ দেশে একপক্ষ আসলো যারা এটার নাম সেই মাহবুব জামাল শামীমের নাম আনন্দ শোভাযাত্রা পাল্টিয়ে দেয়। কয়েকদিন আগে শামীম ও সংস্কৃতি উপদেষ্টা দুজনই এই উৎসবের সেই আগের নামে ফিরে যেতে চান এবং অনুষ্ঠানিকভাবে সেটা প্রকাশ করেন তাঁরা। যার হাত ধরে এটা সৃষ্টি এবং যিনি এটার উদ্ভাবন করেন সেই মাহবুব জামাল শামীমই তার পূর্বের নামে ফিরে যেতে চান।

এটা নিয়ে দেশের পরাজিত শক্তির হাউকাউ কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। আপনারা হাউকাউ করতে থাকেন আর আনন্দ শোভাযাত্রা তার আগামী পদযাত্রায় এগিয়ে যাক। কথা হচ্ছে অন্যের তৈরি, অন্যের সৃষ্টি জিনিসের নাম পাল্টিয়ে তার মধ্যে কোনো কৃতিত্ব নেই। যদি মেধা ও যোগ্যতা থাকে তাহলে শামীমের মত কোনো কিছু সৃষ্টি করে তারপরে তার নাম দেন বা চেঞ্জ করুন।

আমি কয়েকটি সত্য কথা দিয়ে উদাহরণ দিই–

১৯৯৪ সালে রাজশাহী, রংপুর বিভাগ বা উত্তরবঙ্গের মানুষের চলাচলের সুবিধার্থে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার মাঝখানে যমুনা সেতুর উপর একটা ব্রিজ নির্মাণের জন্য সংসদে উপস্থাপন করা হয়। ১৯৯৪ সালের ১ অক্টোবর যমুনা নদীর উপর ব্রিজ নির্মাণের জন্য সংসদে বিল পাশ হয়। ব্রিজটির নাম দেওয়া হয় নদীর নাম অনুযায়ী “যমুনা বহুমূখী সেতু”। ১৯৯৪ সালের ১৫ অক্টোবর সেই সেতু নির্মাণের কাজও শুরু হয়। যমুনা সেতু তৈরি করে এক সরকার এবং এটা শেষ করে অন্য সরকার। সেতু নির্মাণের সময় কিন্ত যমুনা নদীর নাম অনুযায়ী নাম ঠিকই ছিলো। কিন্ত সেতু উদ্বোধনের এক সপ্তাহ আগে তার নাম পুরাপুরি চেঞ্জ হয়ে যায়।  মানে আগে যেই নামটি ছিলো সেটির নাম বাদ দিয়ে হয়ে যায় “বঙ্গবন্ধু সেতু”।

ঠিক এইভাবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম হয়ে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর সাফারি পার্কের নাম হয়ে যায় বঙ্গবন্ধু সাফারি পার্ক। পিজি হাসপাতালের নাম হয়ে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়।

মূল বিষয়ে আসি, অন্যের তৈরি সৃষ্টিশীল জিনিসের নাম পরিবর্তনের মধ্যে কোনো বীরত্ব বা কৃতিত্ব নেই।  আপনারা আনন্দ শোভাযাত্রার নাম পাল্টিয়ে মঙ্গল শোভাযাত্রা বানিয়েছেন।  সংস্কৃতি উপদেষ্টা ও সেই উদ্ভাবক মাহবুব জামাল শামীম যিনি মঙ্গল শোভাযাত্রা থেকে আনন্দ শোভাযাত্রায় ফিরে গিয়েছে। ভবিষ্যৎ আপনারা হয়তো আবার সেটার নাম আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রা নিয়ে যাবেন। কিন্ত, ১০০ বছর পরেও আবার ওটা আনন্দ শোভাযাত্রাতে কেউ ফিরিয়ে আনবে। ১০০-২০০ বছর পরেও এভাবেই চলতে থাকবে কেউ আনন্দ শোভাযাত্রায় ফিরে আসবে আবার কেউ মঙ্গল শোভাযাত্রায় ফিরে যাবে। মানে বিতর্ক চলতেই থাকবে। বিতর্কটা আপনারাই করেছেন মাহবুব জামাল শামীমের তৈরি আনন্দ শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রা বানিয়ে। বিষয় হচ্ছে আপনাদের শামীমের মত কোনো কিছু তৈরি বা সৃষ্টি করার ক্ষমতা নেই। রং কারোর সৃষ্টিশীল জিনিসের নাম পরিবর্তন করতে আপনারা পারদর্শী।

শুরু থেকেই থার্টি-ফাস্ট নাইট, থার্টি-ফাস্ট নাইট-ই আছে। চাইনিজ নববর্ষ সহ অনন্য নববর্ষ তাদের পূর্বের নামেই আছে। শুধু ১৯৯৬ সালে বিতর্কটা শুরু করেছেন আপনারাই।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com