মনের ভাব মুখে প্রকাশ করতে না পারলেও এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে টাঙ্গাইল ঘাটাইলের বাক ও শ্রবণ প্রতিবন্ধী জাইমা জারনাস তানিশা ।
এবার ঘাটাইলের সালেহা ইউসুফজাই উচ্চ বিদ্যালয় থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে তানিশা।
সে ঘাটাইল সদর ইউনিয়নের কমনা পাড়া গ্রামের জয়নাল আবেদীন ও মাহফুজুন নাহার বিউটি দম্পতির কন্যা।জয়নাল আবেদীন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার প্রকৌশলী এবং মাহফুজুন নাহার বিউটি কমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
তানিশার সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, এলাকাবাসী আনন্দিত ও গর্বিত। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ ইতিমধ্যে তানিশাকে শুভেচ্ছা জানিয়েছেন।
তানিশার মা বলেন, আমার বাক প্রতিবন্ধী মেয়ে এতটা সফলতা অর্জন করবে তা আমি ভাবতেও পারিনি। তবে তানিশা অনেক মেধাবী সেটা ছোটবেলা থেকে আমরা বুঝতে পারছি। কথা শুনতে না পারলেও ইশারায় আমরা যা বলি সে সহজে বুঝতে পারে।
তানিশার মা-বাবা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তানিশা যেন উচ্চ শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে।