“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই — লিগেল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই শ্লোগানে র্যালী এবং সচেতনতামূলক আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে থেকে একটি র্যালির পর উপজেলার বড়াল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবীর, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আসেক এস বি সাত্তার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর ও উপজেলা প্রেসক্লাব’র সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ। ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা বলেন, ‘দরিদ্র মানুষ তার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না। তাদের সব ধরনের আইনি সহায়তা দিতে সরকার তাদের পাশে আছে। এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে হবে, তাহলেই দিবসটি সার্থক হবে।’