বাগেরহাটের মোল্লাহাটে তিন বান্ধবী শ্লীলতাহানি ও ধর্ষণের শিকার হওয়ার মত ঘটনার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার রাজপাট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগে জানা যায়, গত শনিবার (২২ নভেম্বর) বিকেলে খুলনা থেকে এক তরুণী তার আরও দুই বান্ধবীকে নিয়ে মোল্লাহাটের রাজপাট গ্রামে ফুফু বাড়ি বেড়াতে আসে। কিছুক্ষণ পর তারা ব্যাগ রেখে গ্রামের ভেতর ঘুরতে বের হয়। পথে সন্ধ্যা হলে তারা নাশুখালী গ্রামের জনৈক মজিবর রহমানের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় উঠেন। এ সময় চার যুবক সেখানে উপস্থিত হয়ে তাদের পরিচয় জানতে চায়। তিন বান্ধবী নিজেদের পরিচয় ও বেড়াতে আসার কথা জানালে যুবকরা তাদের প্রতি কুপ্রস্তাব দেয়। তারা রাজি না হওয়ায় চার যুবক জোরপূর্বক তাদের শ্লীলতাহানি করতে থাকে।
একপর্যায়ে এক তরুণী ছুটে নীচে নেমে আত্মচিৎকার শুরু করলে যুবকরা দুই জনকে মুখ চেপে ধরে ভবন থেকে নিচে নামিয়ে খানিকটা দূরে একটি মৎস্য ঘেরে নিয়ে যায়। সেখানে ঘেরের একটি ঘরে তাদের মধ্যে একজনকে ধর্ষণ এবং অন্যজনকে ঘেরের পাড়ে শ্লীলতাহানি করা হয়।
এদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে আসা যুবতীর চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে মৎস্য ঘের থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয়। এসময় লোকজনের উপস্থিতি টের পেয়ে ৪ যুবক সেখান থেকে পালিয়ে যায়।
পরদিন রবিবার তিন বান্ধবীর মাঝে একজন (ভিকটিম) মোল্লাহাট থানায় চার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক বলেন, তিন বান্ধবীকে নির্যাতন ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।