গতকাল সন্ধায় রামপালের তেলিখালি গ্রামে পুই পক্ষের মধ্যে জায়গা দখল ও সাংবাদিক কে আনায় ব্যাপক সংঘর্ষ হয়। প্রতক্ষ্য দর্শীরা জানান গোবিন্দপুরের আদর্শ গ্রামের কিছু দূর্বত্তরা এই রকম দখলের চেষ্টা পূর্বে ও করে কিন্তুু তখন প্রশাসনের ভয়ে তখন জোর করতে পারেনি।বলে স্থানীয়রা জানান গ্রামবাসি মিলে সাংবাদিক এনে সঠিক বিচার তদন্ত পেতে চায়। কিন্তুু তখন ক্ষুব্দ হয়ে আদর্শ গ্রামের পুরুষ মহিলা মিলে ছকুরহাটের খালের পাশের জায়গার বেড়া বাধ কাটে। এবং লাঠি সোঠা নিয়ে উভয় পক্ষের অবস্হান লক্ষ করেন বলে জানান স্থানীয় জন প্রতিনিধি জনাব আহাম্মদ আলী। তিনি বলেন উভায়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হতে গেলে সরকারি AGP এ্যাডভোকেট শেখ মিজানুর রহমান (৬৬) দূবৃত্তদের বুঝাতে চেস্টা করেন আমি একজন আইনের লোক তোমরা আইন নিজের হাতে তুলে নিও না। জমির মালিক এসি ল্যান্ড স্যার, মারামারি কোন সমাধান না । তখন বেপরওয়া হয়ে আদার্শ গ্রামের বাসিন্দা পতিপক্ষ সোহেল মিস্ত্রি (৩৩) পিতাঃ বিল্লাল মিস্ত্রি নামক ব্যক্তি তার মাথায় আঘাত করে এবং তিনি আহত হন। পার্শবর্তী গ্রাম্য ডাক্তার ইমরান হোসাইন তার ফাস্ট এইড করেন। ভিক্টিমের কাছে পরবর্তি পদক্ষেপের কথা জানতে চাইলে তিনি বলেন আমি আইনের আশ্রয় নিবো।পরে পুলিশ ঘটনা স্থলে এসে অবস্থা কিছুটা নিয়ন্ত্রনে আনে।সেনাবাহিনীর একটি দল ঘটনা স্থল পরিদর্শনে যায় এবং তাদের অভিযোগ দাখিল করতে বলেন বলে যানান তারা।ঘটনা শেষে স্থানিয় রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতি লক্ষ করা যায়। উপজেলার জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিদের খোজ খবর নিতে দেখা যায়। তার ভিতর থাকেন মো: লিয়াকাত আলী, হাওলাদার শহীদ, হাফেজ শহিদুল ইসলাম, সোহেল, ছাব্বির, নূর ইসলাম প্রমুখ কিন্তুু পরবর্তিতে এমন ঘটনা না ঘটে সেজন্য গ্রামবাসী তদন্তপূর্বক একটি সুষ্ঠু সমাধান চান।