মতবিনিময় সভায় মোল্লা মুজিবর রহমান শামীম বলেন, বেকার সমস্যা নিরসনে বাগেরহাট-১ আসনকে শিল্পায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে এলাকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হবে। এর ফলে প্রশিক্ষণপ্রাপ্তরা বিদেশে রফতানি যোগ্য মানবসম্পদে পরিণত হয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হতে পারে।”
তিনি আরও জানান, নারীর সামগ্রিক উন্নয়নে কার্যকর কর্মসূচি গ্রহণ, মাদকমুক্ত সমাজ গঠন এবং যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে বিভিন্ন গঠনমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
এছাড়া মধুমতি নদীর ভাঙ্গন রোধ, সড়ক যোগাযোগ উন্নয়ন ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি মুফতী জাকির আশরাফী। অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি হাফেজ শরিফুল ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#