বাগেরহাটর মোড়েলগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামে অবস্থিত “গ্রামীণ সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার” এ অপ-চিকিৎসায় এক প্রসূতির মুমূর্ষু অবস্থা। ২৯ ডিসেম্বর বিকেলে ক্লিনিকে সুমাইয়া বেগম (বয়স ২৭,স্বামী আব্দুল্লাহ) নামে এক প্রসূতি মায়ের সিজার করে বাগেরহাট ২৫০ বেড এর তত্ত্বাবধায়ক ডা: অসীম কুমার সমদ্দার, এনেস্থিসিয়া জুনি: কনস্যালট্যান্ট ডা: ইস্কেন্দার এবং উক্ত ক্লিনিক এর ম্যানেজার ও লোকমুখে কথিত হাতুড়ে চিকিৎসক সুনীল কুমার মন্ডল। কিন্তু অপারেশন চলাকালিন সময়ে তারা ভুল করে জরায়ু ঠিক মত সেলাই করে আটকাতে না পারলে রক্তপাত বন্ধের জন্য জরায়ু কেটে ফেলে দেন কিন্তু তাতে রুগীর শারিরীক অবস্থা আরো খারাপ হওয়া হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে খুলনা পাঠায়। এ অপচিকিৎসা এবং খারাপ ব্যাবহারে রুগীর স্বজনরা এবং স্থানীয় জনতারা উত্তেজিত হয়ে চিকিৎসকদের আটকে রাখে। পরবর্তীতে উপস্থিত জনতা অভিযুক্তদের রাত ১১টার দিকে পুলিশের কাছে হস্তান্তর করে।এছাড়া স্থানীয় লোকজনরা বিভিন্ন অভিযোগ জানান।তারা বলেন,”হাসপাতালটির লাইসেন্স ও সেবার মান নিম্ন এবং হাসপাতালে নিয়মিত ডাক্তার ও সেবিকা থাকে না”। হাসপাতালটির মালিক স্থানীয় আওয়ামী ব্যক্তি উৎপল কুমার দাস।তার সাথে কথা বলার জন্য যোগাযোগ করা হলেও ফোনে পাওয়া যায় নি।