1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে অনলাইন জিডি সেবা চালু: থানায় দালাল ও হয়রানির যুগের অবসান চুয়াডাঙ্গার ৫ থানায় অনলাইন জিডির কার্যক্রম উদ্বোধন কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন জলঢাকা পৌরসভার লটারির মাধ্যমে ও এস এম এর ডিলার নির্বাচিত শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীব বৈচিত্র্য বিষয়ক দিনব্যাপী বিপনেট এর কর্মশালা অনুষ্ঠিত দিরাই বি এন পির ৯ নেতার অব্যাহতি প্রত্যাহার কাঠালিয়া চেচরীরামপুর ইউনিয়নে বিএনপির বিহ্মোভ মিছিল মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার ২০ লাখ টাকার জালিয়াতি শিক্ষক রশিদুল গ্রেফতার আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে বেপরোয়া আওয়ামীলীগের দোসর শহীদ! ১৮ জুলাই ঘোষিত ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্মারকলিপি পেশ

বাগেরহাটে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এক সিমেন্ট ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রের আঘাতে জখম

রাসেল শেখ :
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে
বাগেরহাটের চিতলমারীতে নুর ইসলাম শেখ (৩৭) নামে এক সিমেন্ট ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চর চিংগড়ী বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত নুর ইসলাম শেখ চর চিংগড়ী গ্রামের মুনছুর আলী শেখের ছেলে এবং স্থানীয় বাজারের সিমেন্ট ব্যবসায়ী। আহত অবস্থায় তাঁকে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতের বাবা মুনছুর আলী শেখ বলেন, ‘আমার ছেলে বিএনপি কর্মী। চর চিংগড়ী বাজারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে খোকন শেখ, মিলন শেখ, মোস্তফা ফকির ও ইকবাল হোসেনসহ ১৫–২০ জন প্রকাশ্যে হাতুড়ি ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।’ তিনি এ হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।
তবে মোস্তফা ফকির ও ইকবাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নুরইসলামকে কলাতলা ইউনিয়নের দুই নেতার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে মারধর করা হয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত নই।’
আহতের খোঁজ নিতে রাতেই হাসপাতালে ছুটে যান বিএনপির স্থানীয় নেতারা। চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, ‘আমাদের এক কর্মীকে সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়েছে। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শর্মী রায় বলেন, ‘আহত অবস্থায় রাতে নুরইসলাম শেখকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন রোববার দুপুরে বলেন, ‘ঘটনার খবর পেয়ে আহতের খোঁজ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com