ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘাইছড়ি শাখার উদ্যোগে এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ, ৫ আগস্ট, সকাল ১০টায় এই র্যালিটি বাঘাইছড়ি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্লোগানে স্লোগানে মুখরিত এই র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে চৌমুহনী মুক্ত মঞ্চে এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে কর্মসূচি সমাপ্ত করা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে এই গণঅভ্যুত্থানের তাৎপর্য ব্যাখ্যা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, এবং অন্যান্য গণ্যমান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সরকারের অধীনে দেশের গণতন্ত্র ভূলুণ্ঠিত। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তাঁরা।