বাঞ্ছারামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত হলো পরিবেশ সচেতনতামূলক বৃক্ষরোপণ কর্মসূচি।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্কুল প্রাঙ্গণ, সড়কপাশ, মসজিদ ও খোলা মাঠে শতাধিক নিম, ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক ওয়াছি উদ্দিন মেহেদী, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, যুবদল-ছাত্রদল ও পৌর কৃষক দলের নেতাকর্মীসহ পরিবেশপ্রেমী জনতা।
তো কর্মসূচি পরিচালনা করেন- ওয়াছি উদ্দিন মেহেদী “আহ্বায়ক” বাঞ্ছারামপুর উপজেলা কৃষকদল।
আবুল হোসেন ভূঁইয়া “সদস্যসচিব” বাঞ্ছারামপুর উপজেলা কৃষকদল
আঃ আজিজ “সিনিয়র যুগ্ম-আহবায়ক” বাঞ্ছারামপুর উপজেলা কৃষকদল।
কাবিল হোসেন (ভারপ্রাপ্ত) “আহবায়ক” বাঞ্ছারামপুর পৌর কৃষকদল।
মোঃ রুবেল “সদস্য-সচিব বাঞ্ছারামপুর পৌর কৃষকদল।
মোঃ সাধন মিয়া “সদস্য” বাঞ্ছারামপুর উপজেলা কৃষক দল।
মতিউর রহমান “সভাপতি” ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন কৃষক দল।
মোঃ হারুন আকাশ “আহবায়ক” বাঞ্ছারামপুর উপজেলা যুবদল, “সাংগঠনিক সম্পাদক” বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি।
মোঃ আতিকুর রহমান (লিটন) “সহ প্রচার সম্পাদক” বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি, “সাধারণ সম্পাদক” ৭ নং বাঞ্ছারামপুর উত্তর সদর ইউনিয়ন যুবদল।
এছাড়াও বাঞ্ছারামপুর উপজেলা পৌর ও সকল ইউনিয়নের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল উপজেলার কৃষক দলের নেতাকর্মী, স্থানীয় যুবসমাজ এবং পরিবেশপ্রেমী শিশুরা একসঙ্গে অংশ নেয়
আয়োজকরা জানান, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি সমাজ ও প্রকৃতির কল্যাণে কাজ করা তাদের নৈতিক দায়িত্ব।
আবেগঘন পরিবেশে শেষ হয় এই আয়োজন। শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।