বরিশালে বানারীপাড়ায় শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি শার্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার বিশারকান্দির ইউবিসি স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক।বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বাইজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দীন,বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা।এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগের সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন বিশারকান্দি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুল কালাম আজাদ,সাংবাদিক ও যুবদল নেতা জাকির হোসেন, বানারীপাড়া উপজেলা ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক খেলোয়ারদের মাঝে পুরুস্কার বিতরন করেন।