1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২১ মে ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে বন্যার শঙ্কা, বাড়ছে নদীর পানি ১৪ দফা দাবিতে লক্ষ্মীপুরে সাংবাদিকদের কলমবিরতি সাংবাদিক সুরক্ষা আইনসহ ১৪দফা দাবিতে গৌরীপুরে সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি পালিত বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্টারলিংক মওদুদের এলাকায় বিএনপির সাংগঠনিক দেখভালোর দায়িত্বে জেলা বিএনপি ফরিদপুরে আম পাড়ার সময় গাছের ডাল ভেঙে গ্রীল মিস্ত্রির মৃত্যু টঙ্গীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন করে হত্যা বামনায় ইয়াবাসহ আটক -২ ক্যাম্পাসে ছিনতাইকারীদের ছুরিকাঘাত আহত রাবি শিক্ষার্থী; ছাত্রদল-শিবিরের নিন্দা ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: আহত ৭ জন

বানারীপাড়ায় দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামালের ফেরার সংবাদে ফুঁসে উঠেছে শিক্ষক- শিক্ষার্থী;

মোঃ সাব্বির হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

বরিশালের বানারীপাড়ায় দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেনের পুনরায় যোগদানের খবরে আতঙ্কিত স্কুলের শিক্ষকরা।আবারো বিক্ষোভে  ফুঁসে উঠেছে  বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষাক ও এলাকাবাসী । উপজেলার পৌর শহরের ২ নং ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে একটি প্রাচীন মাধ্যমিক বিদ্যালয়। ১৮ই মে সকালে স্কুল চলাকালীন সময়ে গিয়ে দেখা যায়  স্থানীয়দের অনেক ভিড়।জানা যায় স্কুলের সাবেক বিতর্কিত  প্রধান শিক্ষক জামাল হোসেন পিছনে দরজা দিয়ে প্রধান শিক্ষকের চেয়ারে বসার পাঁয়তারা চালাচ্ছে। এলাকাবাসী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, জামাল হোসেন বিদ্যালয় চাকরি করা কালীন  অত্র বিদ্যালয়ের  শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সর্বদা খারাপ আচরণ করাসহ একজন স্বেচ্ছাচারী প্রধান শিক্ষক ছিলেন। তিনি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মকর্তা আব্দুল হাইকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করাসহ নানান হুমকি দিতেন। সাবেক প্রধান শিক্ষক জামাল হোসেনের এমন চাপ সহ্য করতে না পেরে তিনি স্টোক করে মারা যান। উক্ত ঘটনায় মৃত আব্দুল হাইয়ের মেয়ে তার বাবার মৃত্যু জন্য প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক জামাল হোসেনকে দায়ি করেন।এ সময় মেয়ে তার বাবার হত্যার বিচার চেয়ে সহপাঠীদের নিয়ে বিক্ষোভ করেছিল। ওই বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, তার বিদ্যালয়ের নির্ধারিত পোশাক ভিজা থাকার কারণে সাধারণ পোশাক পরিধান করে স্কুলে আসায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সামনে মেয়ে শিক্ষার্থীর পোশাক খুলে মেঝে মোছার কথা বলে লাঞ্ছনা করে। এছাড়াও তার বিরুদ্ধে ছাত্রীদের শরীরে হাত দেয়ার অভিযোগ রয়েছে। একই বিদ্যালয়ের শিক্ষকরা জামাল হোসেনের বিরুদ্ধে  স্বেচ্ছাচারীতা, স্কুলের টিভিসহ সরকার প্রদত্ত সামগ্রী নিজের ইচ্ছামতো ব্যবহার, অন্য শিক্ষকদের ব্যবহার করতে না দেয়া, শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে কক্ষ থেকে তাদের বের করে দেয়াসহ নানা অভিযোগ তোলেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো জানান,সাবেক প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন যদি পুনরায় বিদ্যালয়ে ফিরে আসে তাহলে তারা ক্লাস বর্জন করে স্কুলে আসা বন্ধ করে দিবে। উল্লেখ্য গত বছরের ৩ সেপ্টেম্বর বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর পদত্যাগ পত্র দাখিল করেন। পদত্যাগ পত্র দাখিলের ১১ দিন পরে গত বছর ১৪ই সেপ্টেম্বর তার কাছ থেকে জোর করে পদত্যাগ পত্র নেওয়া হয়েছে মর্মে উল্লেখ করে বানারীপাড়া থানায় একটি জিডি করেন যার জিডি নাম্বার ৫০৯। উক্ত জিডির প্রেক্ষিতে গত বছরের ১লা অক্টোবর বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা সুমি বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। দীর্ঘ তদন্তের পরে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তফা চলতি মাসের ৬ তারিখে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত প্রতিবেদনে জোর করে পদত্যাগ পত্র নেওয়ার বিষয়টি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। আদালতের বিচারক রেনেসা খান উক্ত তদন্ত প্রতিবেদন প্রাপ্ত হয়ে চলতি মাসের ৯ ফেব্রুয়ারি মোঃ জামাল হোসেনের জিডি খারিজ করে দিয়েছেন। এতে করে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে প্রমাণিত হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com