1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু কয়রা থানা পুলিশের অভিযানে বিষাক্ত চিংড়ি জব্দ, ২ বছরের সাজা ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার শরীয়তপুর জেলার গোসারহাট উপজেলার সামান্ত সা র ইউনিয়নের চর সামন্ত সার বৃষ্টির পানিকে নিয়ে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ রানীশংকৈলে প্রাইভেট কার ট্রায়াল দিতে গিয়ে ফলমূলের দোকানে আহত ৪ মির্জাপুরে চাঁদা তোলার রমরমা ব্যবসা হরিপুর সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে চাচাকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-সন্তান গুরুতর আহত শ্রীবরদীতে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পিআর পদ্ধতিতে নির্বাচন: সম্ভাবনা ও সংশয় মৃত মায়ের জন্য বরফ কিনতে গিয়ে হামলার শিকার সন্তান

বানারীপাড়া বালিকা বিদ্যালয় এসএসসির ফলাফলে উপজেলায় শীর্ষে

জাকির হোসেন,
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে
বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়  এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে ধারানাহিকতা অক্ষুন্ন রেখেছে। ২০২৩ সালে এই বিদ্যালয়টি এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল।  বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় হতে এ বছর পরীক্ষায় ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।  ২০২৫ সালে বরিশাল বোর্ডের যেখানে পাশের হার ৫৬.৩৮ সেখানে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গড় পাসের হার ৯০.৭২ ভাগ।  বিদ্যালয়ের জেনারেল শাখায় ১৫ জন ও ভোকেশনাল শাখায় ৫ জন  শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।  জেনারেল শাখার শিক্ষার্থী রাশিদা রহমান মাফি, প্রিয়াংকা বিশ্বাস, নাজাত ইসলাম স্মরণ মরিয়ম ইসলাম মুনিরা, সুবহা জারিন, আফিফা আক্তার,পায়েল আক্তার, মুনতাকা আরাবি, তারানা খান, সুরাইয়া আফরিন, মুনতাহা জহির মুনিয়া, শ্রাবনী কর্মকার, রাইশা, ইলমি আরা খান,  শারিয়া ইসলাম ও   এবং  ভোকেশনাল শাখার আফসানা, অনামিকা হালদার, মালিহা, তাজনুর ও মারিয়া জিপিএ-৫ পেয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ বাবা-মায়ের মুখ  উজ্জ্বল করেছে।
বিগত বছরগুলোর পরীক্ষা এবং এবারের পরীক্ষা অনেকটা ব্যতিক্রম হওয়া সত্বেও এ বছরও উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় বিদ্যালয়ের  শিক্ষক মন্ডলী , শিক্ষার্থী,ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবকরা উচ্ছ্বসিত।দীর্ঘ বছর ধরে এসএসসি পরীক্ষার ফলাফলে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেষ্ঠত্বের কৃতিত্ব অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছে। বানারীপাড়া বালিকা বিদ্যালয় এসএসসির ফলাফলে সকল শিক্ষার্থীসহ শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবকদের প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন বানারীপাড়া উজিরপুর সংসদীয় আসনের জাতীয়তাবাদের দল বিএনপি’র একমাত্র অভিভাবক, শিক্ষাবিদ এস সরফুদ্দিন আহমেদ সান্টু।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকছুদা আক্তার এসএসসি পরীক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের কঠিন পরিশ্রম, নিরলস প্রচেষ্টা, বাবা-মায়ের সচেতনতা, শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিত থেকে শিক্ষা গ্রহণ করা, বিদ্যালয় সকল শিক্ষক শিক্ষিকার দক্ষ পাঠদান এবং নিয়মিত মনিটরিং এর ফসল হিসেবে আমাদের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করেছে। তিনি বলেন আমাদের এই ধারা অক্ষুন্ন রাখতে আমার সর্বদা শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান দিব এবং শ্রেষ্ঠত্বের এ ধারা অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন তালুকদার এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের এ সাফল্যে  সকল শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবকদের উষ্ণ অভিনন্দন  জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com