আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামে নিজ বাড়িতে গাড়ির চাকার নিচে পড়ে মাহিন নামের পাঁচ বছরের শিশুর মৃত্যু। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত লোকদের নিকট থেকে জানা যায় মাহিনের পিতা মুসা শেখ প্রতিদিন সকালে গাড়ি নিয়ে বের হয়ে দুপুরের খাবারের জন্য বাড়িতে ফিরে আসে। গাড়ির শব্দ শুনে প্রতিদিন বাবার কাছে ছুটে আসে। মাহিনের বাবা মাহিন ছাড়াও ২-৩ জন বাচ্চাকে গাড়িতে নিয়ে ঘুরায়। প্রতিদিনের ন্যায় আজকে যখন মুসা গাড়ি নিয়ে বাড়িতে আসে তখন তার পাঁচ বছরের সন্তান মাহিন আবার গাড়ির শব্দ শুনে ছুটে আসে কিন্তু মুসা ছেলেকে না দেখে গাড়ি প্লেস করার সময় মাহিন চাকার নিচে পড়ে যায়। পাশ থেকে অন্য লোক দেখে চিৎকার করে আসেন তখন মুসা শেখ চাকার নিচ থেকে ছেলেকে টেনে বের করে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যুবরণ করে। বাবার গাড়ির নিচে পড়ে ছেলের মৃত্যুতে মুশা হতবিহবল হয়ে ভেঙে পড়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবরের নিকট থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত ওসি হারুন আর রশিদ বলেন থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে ঘটনার সত্যতা যাচাই করার জন্য।