বরগুনার বামনা উপজেলার সোনাখালী গ্রামের সাবেক চৌকিদার হারুনের বাড়ি থেকে, গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে। এসময় অভিযান পরিচালনা করেন বামনা থানার এস আই মোঃ নজরুল ইসলাম, এ এস আই মোঃ সিদ্দিকুর রহমান ও এ এস আই মোঃ আলমাচসহ তাদের সংগীয় ফোর্স। গতকাল ১৯/০৫/২০২৫ ইং তারিখে, আনুমানিক রাত ৯.৩০ ঘটিকার সময় এ অভিযান চালান এতে আটককৃতরা হলেন মোঃ ওসমান গনী(৩৪) পিতা মোঃ আবুল কাসেম সাং বানিয়াছড়া, থানা-ফকিরের হাট জেলা-কক্সবাজার ও মোসাঃ হেনারা বেগম (৩৫) স্বামী: মোঃ খোকন চৌকিদার সাং-সোনাখালী নামে দুই জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ ব্যাপারে গ্রেফতারকৃত ২ জন এবং মোঃ খোকন চৌকিদার (৪৫) কৌশলে পালিয়ে যাওয়া সহ বামনা থানায় ৩ জনকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ ধারা এ এস আই মোঃ আলমাচ বাদী হয়ে মামলা দায়ের করেন। যার নং-০৭, তাং ১৯/০৫/২০২৫ ইং বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ হাওলাদার।