বরগুনার বামনা উপজেলার ৩ নংরামনা ইউনিয়নের পূর্ব বলাইবুনিয়া গ্রামে গতকাল ২৭/০৫/২০২৫ রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬ ঘটিকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের ৩ জন আহত হয়ে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এবিষয়ে থানায় কোন মামলা করা হয়নি তবে বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘের বিষয়ে খোঁজ-খবর নিতে পরিদর্শনে যান।