সকাল থেকে ঘন-কুয়াশার কারণে দেখা মিলছে না পথযাত্রীদের।তেমন একটা স্বাভাবিক নেই গাড়ি চলাচল।গত ২০ জানুয়ারি থেকে প্রচন্ড শীতের কারণে পথচারীদের দেখা মিলছে না বলে জানান সিএনজি ও অটোরিকশার চালকগন।তাই বিপাকে আছেন তারা।আাগের চেয়ে দৈনিক ইনকামে ঘাটতি দেখা দিয়েছে তাদের। ঠিক মত দিতে পারছেন না গাড়ির মালিকের দৈনিক মজুরি।
কি ভাবে এই পরিস্থিতির সামাল দিবে তারা এই নিয়ে চলছে নানা প্দক্ষেপ।তারা পথচারীদের জন্য নিচ্ছে নানান ডিজিটাল পদক্ষেপ। গাড়ির মধ্যে লাগানো হচ্ছে উন্নত মানের পর্দা। যেন যাত্রীগন স্বাভাবিক ভাবে পৌঁছাতে পারে গন্তব্য স্থানে।কিছু পথচারী দাবি করছে বাংলাদেশ সরকার যেন উন্নত মানের গাড়ির ব্যাবস্থা করে দেন দেশের জনগণের নিরাপত্তার জন্য।