চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর সিনিয়র আলিম মাদ্রাসায় বাল্যবিবাহ প্রতিরোধে এলাকার নারীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ মার্চ) ইউনিসেফ এর অর্থায়নে ওয়ার্ল্ড ভিশনের ব্যবস্থাপনায় এ প্রতিরোধ সভায় সভাপতিত্ব করেন চৈতন্যপুর সিনিয়র আলীম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ডাক্তার মোঃ মফিজুল ইসলাম। বাল্যবিবাহের বিভিন্ন কুফল তুলে ধরে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের কমিউনিটি ফ্যাসিলেটর মোসাঃ শাহনাজ খাতুন। উপস্থিত এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বাল্যবিবাহ সাধারণত শহরের তুলনায় গ্রামেই বেশী হয়।তাই এই সভাটি গ্রামের শিক্ষিত, অশিক্ষিত, অল্পশিক্ষিত নারীদের মাঝে সাড়া মিলবে বা ফলপ্রসূ হবে এটা নিশ্চিত করে বলা যায়।