চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপে ভাবগাম্ভীর্য পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের বাসন্তী পূজা গত ৭ এপ্রিল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। তারমধ্যে অন্যতম ছিল সুখছড়ী উত্তরপাড়া সার্বজনীন শ্রীশ্রী বাসন্তী পূজা,
সুখছড়ী দক্ষিণপাড়া সার্বজনীন শ্রীশ্রী বাসন্তী পূজা,
সুখছড়ী অযোধ্যাপাড়া সার্বজনীন শ্রীশ্রী বাসন্তী পূজা,
পূর্ব কলাউজান জগদীশ আচার্য্য পাড়া সার্বজনীন শ্রীশ্রী বাসন্তী পূজা,চরম্বা তেলিবিলা পশ্চিম পাড়া নিখিল দাশের বাড়ী বাসন্তী পূজা, উত্তর আমিরাবাদ বৈরাগী পাড়া চিত্তরঞ্জন দাশের বাড়ী বাসন্তী পূজা, চরম্বা উত্তর পাড়া সরস্বতী মন্দির বাসন্তী পূজা,উত্তর আমিরাবাদ বণিক পাড়া সরস্বতী সংঘ বাসন্তী পূজা, বাসন্তী পূজা নিয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মুহাম্মদ ইনামুল হাছান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হল, আমার লোহাগাড়া উপজেলা, এখানে আমরা সবাই মিলে গত বছর শারদীয় দূর্গাপুজা উদযাপন করেছি। সদ্য সমাপ্ত এই বাসন্তী পূজাও দূর্গাপুজার সমতুল্য, যদিও শারদীয় দূর্গাপুজার মত খুব বেশি সংখ্যক পূজামন্ডপে বাসন্তী পূজা উদযাপিত হয় না। তারপর ও প্রশাসনের পক্ষ থেকে আমরা সার্বিক ভাবে প্রস্তুত ছিলাম যাতে পূজা চলাকালীন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। শান্তিপূর্ন ভাবে পূজা সম্পন্ন করায় তিনি সংশ্লিষ্ট পূজামন্ডপের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। লোহাগাড়া উপজেলা পূজা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক পলাশ দাশ বলেন, আমরা লোহাগাড়া উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দও প্রস্তুত ছিলাম যাতে কোন পূজা মন্ডপে অপ্রীতিকর ঘটনা না ঘটে। বাসন্তী পূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।