হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়,উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬-এপ্রিল) সকাল ১২ ঘটিকায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে র্যালী শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা শুরু হয়,উপজেলা নির্বাহী অফিসার জনাব গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব আলী আকবর,বাংলাদেশ প্রেস ক্লাব বাহুবল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ,সাংবাদিক এম সাজিদুর রহমান সহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক,সাংবাদিক,উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ এবং ছাত্র-ছাত্রী বৃন্দ।
সভায় বক্তারা ক্রীড়ার গুরুত্ব,মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এবং যুবসমাজকে মাদকের কুপ্রভাব থেকে দূরে রাখতে ক্রীড়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বাহুবলে ক্রীড়া অবকাঠামো আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে বলে জানান।