বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধাইনগর শাখা আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান আলী মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মোঃ আশরাফুল ইসলাম আশরাফ চেয়ারম্যান ,শিবগঞ্জ উপজেলা আহ্বায়ক ,তসিকুল ইসলাম তসি সদস্য সচিব বিএনপি থানা কমিটি।
১৩ এপ্রিল রবিবার বিকেলে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল কাইউম সফেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মিজানুর রহমান, আঃ রাজ্জাক রাজা মিয়া, মোঃ শফিকুল ইসলাম, মোঃ হারুন অর রশিদ ও অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জনাব শাহজাহান মিয়া বলেন, সীমালংঘনকারী কে আল্লাহ পছন্দ করেন না। সীমা অতিক্রম করার কারণেই শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রিন্স। সভাশেষে পুরস্কার বিতরণ করা হয়।