1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পছন্দ না হলেই ফ্যাসিবাদের দোসর ও আওয়ামীলীগের ট্যাগ লাগিয়ে তাকে হয়রানি করা হচ্ছে বাগেরহাটের মোল্লাহাটে কৃষি প্রণোদনা কর্মসূচি ও প্রদর্শনী উপকরণ বিতরণ সিলেটে এ অনৈতিক কাজে জড়িত ১ জন পুরুষ এবং ১ জন নারী আটক করছে ডিবি বগুড়া নন্দীগ্রামে তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল দিনভর মানবিক কাজের উদ্দোগ নিয়েছেন পিরোজপুরে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণমাধ্যম পেশাজীবীদের কর্মশালা অনুষ্ঠিত খুলনার কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে তরুণদের উদ্যোগ তত্ত্বাবধায়ক সরকার না থাকলে সরকার দানব হয়ে ওঠে সোয়াইব নামে এক যুবক বগুড়ায় বিদেশী চাকু সহ গ্রেফতার কুড়িগ্রামে নব যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিক, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নন্দীগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিএনপি নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে সন্ধান দাবি স্ত্রীর

জাকারিয়া আল ফয়সাল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৮ বার পড়া হয়েছে

বগুড়ায় আনোয়ার হোসেন হৃদয় (৪০) নামের এক বিএনপি নেতাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার পর ছয় দিনেও খোঁজ পাওয়া যাচ্ছে না। বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তাঁর স্ত্রী আঁখি বেগম। এ সময় তিনি অবিলম্বে স্বামীর সন্ধান দাবি করেন।আনোয়ার হোসেন হৃদয় কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ভোলতা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কাহালু উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক।

শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি পরিচালিত ক্লাইমেট চেঞ্জ নামে উপপ্রকল্পে ফিল্ড অর্গানাইজার পদে কর্মরত ছিলেন তিনি।সংবাদ সম্মেলনে আঁখি বেগম বলেন, ‘গত ১৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুর পল্লী উন্নয়ন একাডেমির সামনে থেকে ডিবি পরিচয়ধারী সদস্যরা আমার স্বামীকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘আমার স্বামী রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। তারপরও তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর শেরপুর থানায় সাধারণ ডায়েরি করলেও পুলিশের কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না।’ তিনি এ সময় তাঁর স্বামীর সন্ধান দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত তাঁদের স্বজন শহিদুল ইসলাম বলেন, ‘গত ১৪ ডিসেম্বর আমরা পল্লী উন্নয়ন একাডেমির মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম। সেখানে চারজন লোক আনোয়ার হোসেনকে নিয়ে চলে যায়। তাদের যে কিছু জিজ্ঞাসা করব, সে সময়ও পাইনি।’এ বিষয়ে জানতে চাইলে বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মোস্তাফিজ হাসান বলেন, ‘এ ঘটনায় ডিবি পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই। তারা যে অভিযোগ করেছে, তা ভিত্তিহীন।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com