শরীয়তপুরের জাজিরায় নাজমা আক্তার (৪৬) নামে এক বিধবার জমি জোরপূর্বক দখল করে মাটি কাটার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন প্রতিবেশী নুরু মাদবরের তিন ছেলে লুতফর মাদবর (৪৮), আক্তার মাদবর (৩৫), আউয়াল মাদবর (৩০) এবং মৃত আব্দুর রব মাদবরের ছেলে ইদ্রিস মাদবর (৫০)। এ ঘটনায় ভুক্তভোগী নাজমা আক্তার আদালতে মামলা করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা পৌরসভার আহদ্দি মাদবর কান্দি এলাকার বাসিন্দা নাজমা আক্তার মৃত মজিবর মাদবরের স্ত্রী। মজিবরের কোনো ছেলে না থাকায় তার পিতা কালু মাদবর নিজের সম্পত্তি থেকে ৪ একর ৪ শতাংশ জমি মজিবরের নামে দলিল করে দেন। মজিবর মৃত্যুর আগে সেই জমি তার স্ত্রী নাজমা আক্তারের নামে দলিল করে দেন। কিন্তু মজিবরের মৃত্যুর পর স্থানীয় প্রভাবশালী লুতফর, আক্তার, আউয়াল ও ইদ্রিস মাদবর ওই জমি দখলের জন্য ভেকু দিয়ে মাটি কেটে বাঁধ নির্মাণ শুরু করেন। বিষয়টি নিয়ে নাজমা আক্তার মামলা করলে আদালত ১৪৪/১৪৫ ধারা জারি করে।মামলায় বলা হয়, গত বছরের ৩১ ডিসেম্বর জমি নিয়ে বিরোধের জেরে নাজমার ওপর হামলা চালায় অভিযুক্তরা। দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক আহত অবস্থায় জমিতে ফেলে রাখা হয়। স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।স্থানীয় বাসিন্দা রাসিদা বেগম অভিযোগ করেন, প্রভাবশালীরা ভুয়া দলিল তৈরি করে জমি দখল করেন। নাজমার জমি তার বৈধ অধিকার, কিন্তু অভিযুক্তদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।অভিযুক্ত লুতফর মাদবর দাবি করেন, তিনি কালু মাদবরের মেয়েদের কাছ থেকে ১০ শতাংশ জমি কিনেছেন। জমি দখলের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “আমি জমিটা চিনি, তাই দখল নিয়েছি।অভিযোগের বিষয়ে লুতফর মাদবর আরও জানান, কালু মাদবরের মেয়েদের থেকে তিনি দশ শতাংশ জমি কিনেছেন। এইজন্য তিনি এ জমি দখল করেছে। কালু মাদবরের মেয়েরা জমি কোন দাগে বিক্রি করেছে বা তারা আপনাকে এই জমি বুঝিয়ে দিয়েছেন কি না সে বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমাকে বুঝিয়ে দিতে হবে কেনো! আমি তো জানি জমি কোনটা। মজিবর মাদবর আমার বাড়ি প্রতিবেশী। আমি জমিটা চিনি তাই ওই জমিটাই দখল নিয়েছি।এ বিষয়ে জাজিরা থানার ওসি তদন্ত মো. আব্দুস সালাম জানান, থানার পুলিশ ঘটনাটি তদন্ত করছে। নালিশী ভূমিতে সব ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য আদালতে নিষেধাজ্ঞা রয়েছে। আগের ঘটনায় মামলা হয়েছিলো। বর্তমানে যদি কোনো ধরনের হুমকিধামকি বিবাদীরা বাদীকে দিয়ে থাকে তাহলে থানায় এসে জিডি করলে আমরা ব্যাবস্থা নিবো।