সেনাবাহিনীর বিশেষ অভিযানে নাটোরের লালপুরের বিলমারিয়ার পানসিপাড়াতে ইমোসহ সোশ্যাল মিডিয়া হ্যাকার চক্রের পাঁচজন হ্যাকার আটক।২৭শে মে মঙ্গলবার গভীর রাতে সেনাবাহিনীর এই বিশেষ অভিযান পরিচালিত হয়।এ সময় একাধিক বাসায় অভিযান চালিয়ে হ্যাকারদের কাছ থেকে ১ টি ল্যাপটপ, ৭০ টির অধিক সিম, ২২ টি মোবাইল ফোন,৪০ পিস ইয়াবা,গাঁজাসহ, কন্ঠ পরিবর্তন করার ডিভাইস পাওয়া যায়।পরবর্তীতে তাদেরকে লালপুর থানায় সোপর্দ করা হয়।
চক্রটি দীর্ঘ দিন ধরেই ইমোসহ সোশ্যাল মিডিয়া হ্যাক করে মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিলো।তাদের প্রধান টার্গেট প্রবাসীরা। প্রবাসীদের কাছ থেকে প্রচারনার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছে এই চক্র।