সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) আয়োজনে মানববন্ধন ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ মে) বিকেল ৪ টায় ক্যাম্পাসের ট্রান্সপোর্ট চত্বরে গবিসাসের সাংবাদিকরা সম্মিলিত হয়ে মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে খোলা মাঠে দিবসের প্রতিপাদ্য ‘ধরিত্রীর জন্য সংবাদমাধ্যম, পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা’ শীর্ষক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফুয়াদ হোসেন বলেন, ‘ক্যাম্পাস সাংবাদিকতা আসলে তারাই করে যারা এই পেশাকে সম্মান করে, এই পেশার প্রতি যাদের আলাদা রকমের মোহ আছে। মূলধারার সাংবাদিকতার ব্যাপারে আজ অনেক প্রশ্ন উত্থাপিত সেক্ষেত্রে সার্বিক জবাবদিহিতাও নিশ্চিত করা জরুরী।’
সাংবাদিকদের পরামর্শ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. শাহ্ আলম বলেন, সমস্ত বিশ্বেই আজ মুক্তভাবে কথা বলার সুযোগ নষ্ট হচ্ছে। সাংবাদিকদের উচিত যথাযথ ভয় উপেক্ষা করে সাংবাদিকতার চর্চা করা এবং গঠনমূলক সংবাদ প্রচার করা।’
গবিসাসের সাধারণ সম্পাদক সানজিদা জান্নাত পিংকি বলেন, ‘গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান যেভাবে নিম্নগামী হচ্ছে তা আসলেই আশংকাজনক। এই আশংকা একই সাথে রাজনীতি এবং বাকস্বাধীনতার দিকেও ইঙ্গিত করে, সংশ্লিষ্ট বলয়ের বাইরে নেই ক্যাম্পাস সাংবাদিকতাও। প্রশাসনিক ভাবেই বিভিন্ন সময় দেশের বিভিন্ন ক্যাম্পাস সাংবাদিকদের হেনস্তা করা হচ্ছে। মূলত নিজেদের দোষ গোপন করতেই এই অবকাঠামোর প্রয়োগ। একজন ক্যাম্পাস সাংবাদিক হিসেবে এটাই চাই প্রতিটি স্তরে গণ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হোক।’
প্রসঙ্গত, ১৯৯১ সালে ইউনিস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক জাতিসংঘ ১৯৯৩ সাল থেকে ৩ মে তারিখে এ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন।