আন্তঃনগর ট্রেনের দাবিতে পাটগ্রাম-হাতীবান্ধায় রেলপথ-মহাসড়ক অবরোধ। লালমনিরহাটের পাটগ্রামে শুরু হয়েছে অনির্দিষ্টকালের মহাসড়ক অবরোধ। গত ২১ এপ্রিল থেকে সেখানে চলছে রেলপথ অবরোধ। আজ সোমবার (২৮ এপ্রিল) থেকে শুরু হলো অনির্দিষ্টকালের মহাসড়ক অবরোধ। জানা যায়, গতকাল রবিবার (২৭ এপ্রিল) দুপুর থেকে জেলার হাতীবান্ধায় শুরু হয়েছে অনির্দিষ্টকালের মহাসড়ক অবরোধ। ফলে জেলার ওই দুই উপজেলা জেলা শহরসহ সারা দেশের সঙ্গে সড়কপথ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মহাসড়ক অবরোধের কারণে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে আছে নানা ধরনের যানবাহন। অপরদিকে রেলপথ অবরোধের কারণে জেলা শহরের সঙ্গে গত ৮দিন ধরে রেলপথে বিচ্ছিন্ন রয়েছে জেলার চার উপজেলা। বুড়িমারী থেকে ঢাকা পথে সরাসরি আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’ চালুর দাবিতে এ রেলপথ-মহাসড়ক অবরোধ চলছে। রেলপথ অবরোধে ফলে বুড়িমারীসহ পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার সঙ্গে লালমনিরহাট জেলা শহরের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে লালমনিরহাট-বুড়িমারী রুটে চলাচলকারী চার জোড়া যাত্রীবাহী ট্রেন। ফলে ওই রুটে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। আন্দোলনকারীরা বলছেন, এর আগেও নানাভাবে আন্দোলন থামিয়ে দেওয়া হয়েছিল। এবার কোনো কূটকৌশলে কাজ হবে না। আমরা দাবি আদায় করেই ঘরে ফিরব।জানা যায়, গত বছরের ১২ মার্চ আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধনের পর থেকেই লালমনিরহাট-ঢাকা পথে চলাচল করছে। যদিও সেটি চলাচল করা কথা ছিল বুড়িমারী-ঢাকা রুটে। তবে ইঞ্জিন সংকটের কারণে আপাতত ওই রুটে ট্রেনটি চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে রেল বিভাগ।