1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংক থেকে সাবেক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার হোমনায় কাশীপুর হাসেমিয়া হাইস্কুলের ৩ শিক্ষকের বিদায় সংবর্ধনা সলঙ্গায় মৃতদেহ গোসল ও কাফন বিষয়ক কর্মশালা বাগেরহাটে কৃষকদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কসবা স্কলারস ইন্সটিটিউটের সার্টিফিকেট বিতরণ বিনা অপরাধে এক যুবকে ১৩ দিন কারাভোগ করালেন এসআই বাশার সাভারে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের ‎দুমকিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ পরিচ্ছন্নতা কর্মীর অভাবে কুড়িগ্রামের আড়াই শ’ শয্যার হাসপাতাল যেন নিজেই রোগী পুরান ঢাকা বেগম বাজার হাসপাতালের রোড দখল করে অবৈধ পার্কিং

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও নম্বর টেম্পারিংয়ের অভিযোগ

মোঃ আল-আমিন চৌধুরী
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে যৌন হয়রানি ও নম্বর টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর ই-মেইলে অভিযোগ করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক এক শিক্ষার্থী। এরপর ঘটনা তদন্তে বিশেষ সেল গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. হারুন অর রশীদ অভিযোগপত্র পাওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তবে শিক্ষার্থীর গোপনীয়তা রক্ষার জন্য পরিচয় প্রকাশ করেননি তিনি। অভিযোগ পর্যালোচনা করে দেখা যায়, ওই শিক্ষার্থী শিক্ষক তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে মানসিক নির্যাতন, ভয়ভীতি দেখানো,যৌন হয়রানি ও নম্বর টেম্পারিং করে ফলাফল খারাপ করে দেওয়ার অভিযোগ করেন। নাম পরিচয় নাম প্রকাশ না করার শর্তে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্টার বরাবর ইমেইলের মাধ্যমে অভিযোগ দেন তিনি। অভিযোগে তার সঙ্গে ঘটে যাওয়া সব অন্যায়ের বিচার চান তিনি। এর আগে সচেতন শিক্ষার্থীদের নামে এ শিক্ষকের বিরুদ্ধে আরও একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। গত ১৪ এপ্রিল থেকে পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে এই শিক্ষার্থীর সঙ্গে কথোপকথনের তিনটি অডিও ফাঁস হলে আলোচনার সৃষ্টি হয়। অভিযোগের ব্যাপারে রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ বলেন, ইমেইলে অভিযোগটি পেয়েছি এবং তৎক্ষণাৎ সেটি প্রিন্ট করে সংশ্লিষ্ট কমিটির কাছে উপস্থাপন করেছি। অভিযোগকারী তার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। তাই আমরা নাম প্রকাশ করতে পারব না। তদন্ত কমিটি শীঘ্রই তদন্ত করে প্রতিবেদন জমা দেবে বলে আশা করি। অভিযুক্ত শিক্ষক ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. তানজিউল ইসলাম জীবন বলেন, অভিযোগটা দেখলাম। এটা প্রশাসনে জমা দিয়েছে তাই এটা প্রশাসন দেখবে। আমার এখানে কোনো মতামত নেই। প্রশাসন যদি তদন্ত করে আমার বিরুদ্ধে প্রমাণ পায় তাহলে আমার শাস্তি হবে আর যদি না পায় তাহলে যে অভিযোগ করেছে সে শাস্তি পাবে। নাম্বার টেম্পারিং ও যৌন হয়রানির অভিযোগ বিষয়ক বিশেষ সেলের সদস্য সচিব ড. মো. ইলিয়াস প্রামাণিক বলেন, যিনি অভিযোগ দিয়েছেন তিনি অভিযোগকারী কিনা, যে রেকর্ডগুলো আমরা পেয়েছি সেগুলো সত্য কিনা এটা নিয়ে আমরা পর্যালোচনা করব। সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করব। এ পর্যন্ত যার যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমরা সেই কাজগুলো নিয়ে এরইমধ্যে কাজ শুরু করেছি। ভিসি স্যার এই বিষয় নিয়ে আন্তরিক। শীঘ্রই এগুলোর সমাধান হবে। উপাচার্য ড. মো. শওকত আলী বলেন, আমরা এর আগে যথাযথ মাধ্যমে অভিযোগ পত্র পাইনি কিন্তু এখন পেয়েছি। এটা নিয়ে এরইমধ্যে কাজও শুরু করে দিয়েছি। আমরা এজন্য একটি বিশেষ সেল গঠন করেছি। সেলের নাম হচ্ছে নাম্বার টেম্পারিংয়ের ও যৌন হয়রানির অভিযোগ বিষয়ক বিশেষ সেল। এখানে যে কেউ অভিযোগ দিতে পারে। আমরা অভিযোগকারীর নাম পরিচয় গোপন করে সত্যতা যাচাই করব। সত্যতা মিললে আইন অনুযায়ী বিচার করব। এতে জিরো টলারেন্স।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com