1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে রাবি শিবির সভাপতির ৩ প্রস্তাব ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময় সভা জামালপুরে মির্জা আজম সহ ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের বৈষম্যবিরোধী হামলা মামলায় নড়াইলে আ’লীগের সভাপতিকে কারাগারে প্রেরণ ক্ষেত থেকে আনা কৃষকের পণ্য সুলভ মুল্যে জনগণের মাঝে বিক্রির জন্য পঞ্চগড়ে ন্যায্য মুল্যের বাজারের উদ্বোধন করা হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন যাওয়ার ট্রাভেল পাস যেইভাবে পাবেন বেরোবিতে ” গ্রিন ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস” কর্মসূচি পালিত বর্ণিল আয়োজনে ফরিদগঞ্জে বিউটিফুল ধানুয়ার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এগার কলেজে নতুন অধ্যক্ষ উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করা প্রয়োজন: উপাচার্য

বেতাগীতে দেশীয় অস্ত্র দিয়ে কোপালো অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে, মূল আসামী আটক

মোঃ শাহজালাল
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টায় বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বজলুর রহমান বেতাগী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গোপন সংবাদের ভিত্তিতে জড়িত মূল আসামী হাসান সিকদারকে (২২) আটক করে বেতাগী থানা পুলিশ। এ ঘটনায় বেতাগী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরামুল হক বলেন,’ এই খবর পেয়ে ঘটনাস্থলে বেতাগী থানার পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র রানদা উদ্ধার করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।বেতাগী থানা পুলিশ ঘটনাস্থলে আসলে সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা চাই বলে শ্লোগান দেয়। পরে থানা পুলিশ কথা বললে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সাথে জড়িত উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাবুয়া গ্রামের হক মিয়া সিকদারের ছেলে হাসান সিকদার (২২) দ্রæত পালিয়ে যায়। এসময় বিদ্যালয়ে সাধারণ ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।এদিকে ভুক্তভোগী ছাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য বেতাগী হাসপাতালে পাঠানো হয়। প্রচুর রক্তক্ষরণ হলে বেতাগী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে রেফার করে।ভুক্তভোগি শিক্ষার্থীর বাবা খোকন সিকদার বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় আমার মেয়ের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশংকাজনক। ঘটনার সাথে জড়িত বখাটে যুবক হাসান সিকদারের ফাঁসি দাবি জানায়।বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, পুলিশ বিকেল সাড়ে ৫ টায় ঘটনার সাথে জড়িত বিবিচিনি ইউনিয়নের গাবুয়া গ্রামের অটোচালক হক মিয়া সিকাদারের ছেলে হাসান সিকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে, পুলিশ নিবিড় পর্যবেক্ষন করছে এবং সুষ্ঠু তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com