1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

বেতাগীতে প্রাক্তন প্রেমিকাকে ধর্ষনের অভিযোগ

অসীম দেবনাথ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

বরগুনার বেতাগীতে যুবতীকে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী জানা যায়, ৮ মার্চ রাত ৮ টায় বেতাগীর ৩নং হোসনাবাদ ইউনিয়নের উত্তর করুনা এলাকার মোঃ সিরাজের টিনসেড বিল্ডিংয়ের পিছনের বারান্দার সাথে রান্নাঘর থেকে মেয়ের বাবার মামাতো ভাইয়ের ছেলে ইব্রাহীম হাং (৩০) পিতাঃ ইসমাইল হাওলাদার ডেকে নিয়ে প্রাক্তন প্রেমিক রেজাউল ধর্ষন করে। পরে ইব্রাহিম ধর্ষনের চেষ্টা চালালে ব্যার্থ হয়। ভুক্তভোগী ওই যুবতী বলেন, আমার সাথে দেড় বছর ধরে প্রেম ছিল রেজাউলের সাথে । গতকাল রাতে ইব্রাহীম এসে আমায় বলে তোর স্বামী হাসান তোরে ডাকে। আমি সরল বিশ্বাসে ওখানে যাই। গিয়ে দেখি সেখানে রেজাউল (২৫) পিতা শহিদুল ইসলাম দাড়ানো। তার বাড়ি মোল্লারহাট। কোনকিছু বুঝার আগেই ইব্রাহীম রেজাউলকে বলে নে তাকে নিয়া আইছি।তুই কাজ কর পরে আমি করবো একপর্যায়ে আমার মুখ চেপে জোরপূর্বক ওখানে থাকা ০১ টি পর্দার কাপর মাটিতে বিছাইয়া দিয়া ইব্রাহীম সরে যায় এবং পরে রেজাউল ধর্ষণ করে। প্রথমে রেজাউল আমেনাকে ধর্ষন করে। পরবর্তীতে ইব্রাহীম এসে ধর্ষন করার চেষ্টা করে। আরও জানা যায়, বিয়ের আগে রেজাউলের সাথে যুবতীর প্রেমের সম্পর্ক ছিল ।যুবতীর বাড়ির কাছেই ইব্রাহীমের বাড়ি। ইতিপূর্বে রেজাউল ইব্রাহীমের অটোগাড়ী ভাড়ায় চালাতো। তখন থেকে আমেনার সাথে পরিচয় সুবাদে প্রেমের সম্পর্ক ছিল। পরে বেতাগী থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক তদন্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। বেতাগী থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন, ইতোমধ্যে মামলা গ্রহণ করে আসামীদের ধরার জন্য কাজ করছে পুলিশ। ধর্ষক বা যেকোনো অপরাধ সৃষ্টিকারীদের কোনো ছাড় নয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com