1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন শালিখার ইকো পার্কের রাস্তার উদ্বোধন করলেন জেলা প্রশাসক রাবির দশতলা হলের নির্মাণ কাজ প্রায় শেষ; ডিসেম্বরেই আসন পাবেন শিক্ষার্থীরা চাঁদাবাজি ও অনিয়ম করতে গিয়ে বিএনপি’র যুবদলের নেতা কে গণপিটানি দেয় জনগণ শরীয়তপুর জেলা সখিপুর থানা দিন আজকে পনেরই মেয়ে ২০২৫ রোজ বৃহস্পতিবার কনেল (অব)এস এন এ ফয়সাল আহাম্মেদ মিটিং করেন রৌমারী সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৫ ঢাবি’র ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে বানারীপাড়ায় কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালন কয়রায় শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ জয়পুরহাটে ঈদগাহ মাঠ স্ত্রীর কাছে ‘বিক্রি’ করলেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অসুস্থ মেজর (অবঃ) আব্দুল মান্নানকে দেখতে গেলেন বিকল্প ধারার কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বেরোবিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক সামাজিক বিজ্ঞান সম্মেলন শুরু

Rakibul Hasan Munna
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে প্রথমবারের মতো দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস’ শুরু হয়েছে। বুধবার (১৪ মে) সকালে রংপুর শহরের আর কে রোডে ব্র্যাক লার্নিং সেন্টারে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সম্মেলনে যুক্তরাষ্ট্র, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। উপাচার্য উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই সম্মেলনের মাধ্যমে গবেষণা ও উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্বীকৃতি আরও সুদৃঢ় হবে।” তিনি সমাজবিজ্ঞান চর্চার প্রসারে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষকদের মধ্যে পারস্পরিক জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইউজিসি সদস্য ড. মোহাম্মদ আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও নদী সমস্যাসহ সমসাময়িক ইস্যুতে গবেষণা প্রসারের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এনামউল্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান, আইএফএফডি’র নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে মুজেরী এবং নেপালের সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড ইকোনোমিকস অ্যান্ড এনভায়রনমেন্ট-এর নির্বাহী পরিচালক ড. পরশ খারেল বক্তব্য রাখেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী প্রফেসর লিসেল রিচি। তিনি Social Sustainability ও Social Resilience বিষয়ে আলোকপাত করে বলেন, “সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
“Social Science Today and Sustainable Development: Trends, Dilemmas and Opportunities” শীর্ষক থিমে আয়োজিত এই সম্মেলনের প্রথম দিনে ৬টি পৃথক সেশনে ৬৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। সম্মেলনটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ ৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে।
সমাপনী বক্তব্যে সম্মেলনের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মো. নজরুল ইসলাম বলেন, “এ আয়োজন নতুন জ্ঞানের দ্বার উন্মোচন করবে এবং গবেষণাকে আরও গতিশীল করবে।”
সামাজিক বিজ্ঞান অনুষদের এই উদ্যোগকে ঘিরে বেরোবি ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com