1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
খাবার পানি সংরক্ষণে ট্যাংকি বিতরণ, খুলনার কয়রায় ৫৯ পরিবার উপকৃত চোরাই মাল বেচা কেনার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত শুকুর মোল্ল্যা রাকসু থেকে উঠে এসে যারা দিয়েছেন জাতীয় পর্যায়ে নেতৃত্ব পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুদকের অভিযান কয়রার জলবায়ু সংকট নিরসনে বাজেট বৈষম্য অবসানের দাবি চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক ও সুধীজন নিয়ে মতবিনিময়ে অনুষ্ঠান পরিচ্ছন্নতা কর্মী সংকটে নাকাল বেরোবি, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষক-শিক্ষার্থীরা পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা বগুড়া জেলা গৃহনির্মাণ শ্রমিক পরিষদ এর পুণরায় নির্বাচনের দাবিতে প্রেশ ক্লাবে সম্মেলন

বেরোবিতে রি-আর্থ ক্লাবের নবীনবরণ ও প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন

Rakibul Hasan Munna
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) পরিবেশভিত্তিক সংগঠন রি-আর্থ ক্লাবের আয়োজনে উদযাপিত হয়েছে ‘নবীনবরণ ও প্রকৃতি সংরক্ষণ দিবস ২০২৫’।
বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের গ্যালারি কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। বিশেষ অতিথি ছিলেন জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তারা পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতনতা ও অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। উপাচার্য বলেন, “নবীনদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার এই উদ্যোগ সময়োপযোগী। রি-আর্থ ক্লাবের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি প্রফেসর এমদাদুল হক বলেন, “রি-আর্থ ক্লাবের উদ্যোগ শিক্ষার্থীদের শুধু একাডেমিক নয়, সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধ গঠনে সহায়ক হবে।”
নবীন শিক্ষার্থী হুরানি মদিনা লিসা বলেন, “আজকের আয়োজন থেকে অনেক কিছু শিখেছি। পরিবেশ রক্ষায় কীভাবে কাজ করা যায় তা জানার সুযোগ হয়েছে।”
রি-আর্থ ক্লাবের আহ্বায়ক তাসবিন শাকিব বলেন, “পৃথিবীর বর্তমান সংকটের মূল কারণ মানুষের ভোগবাদী মনোভাব। এই ক্লাবের মাধ্যমে আমরা সমস্যার মূল চিহ্নিত করে টেকসই সমাধান খুঁজে বের করতে চাই।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজনের অংশ হিসেবে পরিবেশ সচেতনতামূলক নানা পরিকল্পনা তুলে ধরা হয় এবং নবীনদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com