নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ০৮/০৪/২০২৫ খ্রি. তারিখে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজার যাত্রী ছাউনি নামক স্থানে বাস ও সিএনজির মালিকগণকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ তে মোবাইলকোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব প্রতীক মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বেলকুচি, সিরাজগঞ্জ। ৪০ টাকার ভাড়া ৬০- ৮০ টাকা নেওয়ার কারণে এ জরিমানা করা হয়। এ মোবাইলকোটের মাধ্যমে জনগণের মনে স্বস্তি ফিরে এসেছে। পথিক মন্ডল আরো বলেন (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা সজাগ আছি যেখানে এই ধরনের অন্যায় জনগণের সাথে করা হবে তাদের বিরুদ্ধে আমরা সাথে সাথে একশন নেব।