নেত্রকোনার দুর্গাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ উমর ফারুক এর স্বরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটি এর আয়োজনে ৩১ জুলাই বুধবার বাদ জহুর পৌরসভার খরস মাদরাসায় সর্বস্থরের অংশগ্রহণে শহীদ উমর ফারুক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সকল শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে সরকারি চাকুরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলনে বিগত ১৯ জুলাই শুক্রবার বিকেলে ঢাকার সূত্রাপুর থানাধীন লক্ষীবাজার এলাকায় পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন কবি নজরুল সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থী ও নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পৌরশহরের দক্ষিনপাড়া এলাকার আব্দুল খালেক এর বড় ছেলে মোঃ উমর ফারুক (২৪), মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে দুর্গাপুরে সর্বস্থরের মানুষের মাঝে এখনো কাটেনি শোকের ছায়া, নিহতের পরিবারেও থামছেইনা শোকের মাতম।