গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আজ শনিবার ১২ (জুলাই)সকালে মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় বাঙ্গারী ব্যবসায়ীকে উলঙ্গ করে পাথর ও ইট দিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সাধারণ ছাএ জনতা।
বিক্ষোভ সমাবেশ সূত্রে জানা যায়, নিহত লালচাঁদ ওরফে সোহাগ মিয়া ভাঙ্গারি ব্যবসা করতেন। গত ৯ জুলাই চাদাঁ না দেওয়ায় তাকে নির্মমভাবে জনসমক্ষে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে রাজপথে ডাইরেক অ্যাকশন ডাইরেক অ্যাকশন, হত্যাকারীদের ফাঁসি চাই। যুবদলের সন্ত্রাস রুখে দিবে ছাত্রসমাজ। মিটফোর্ডে খুন ক্যান, জবাব চাই জবাব চাই। জ্বালো আগুন জ্বালো এই স্লোগানে মহাসড়ক মুখরিত হয়ে ওঠে। এই খুন আমরা চাই না, চাই না। দ্রুত আসামীদের ফাঁসি চাই ফাঁসি চাই।
শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে আরো জানান,
ওয়ান টু থ্রি ফোর, চাঁদাবাজ নো মোর, বিএনপি যুবদল, তুই খুনি তুই খুনি, দিয়েছি তো তাজা রক্ত, রক্ত নয় আরো দিবো, রক্তের বন্যায় ভেসে যাবে সমস্ত অন্যায়, চব্বিশ এর বাংলায় চাঁদাবাজদের