২২-০৩-২০২৫ তারিখে ডিমলা উপজেলার ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের বিকাশ ও নগদ ব্যাবসায়ী মো:লেবু ইসলাম রাত ২ টার দিকে বাসায় ফেরার পথে ডালিয়া জলঢাকা রোডে আব্দুল রশিদ মেম্বারের বাড়ির পাশে ডাকাতের এক দল লেবুকে আটক করে তার পরে তাকে দেশি অস্ত্র দিয়ে আঘাত করে তার পরে লেবু চিৎকার করতে লাগে তার চিৎকার শুনতে পেয়ে এলাবাসী লাঠি নিয়ে বের হলে ডাকাত দল পালিয়ে যায় আর লেবু ইসলাম কে সেখান থেকে উদ্ধার করে