মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামের জুতিস বিশ্বাসের মেয়ে অনি বিশ্বাস (১৮) সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে মুখে বিষ খেয়ে আত্নহত্যা করেছে। তার গ্রামের জুতিস বিশ্বাস বলেন, আমরা হটাৎ তার বাড়ীতে চিৎকার শুনে গিয়ে দেখি সে বিষ খেয়ে শুয়ে নড়াছড়া করছে। পরে আমরা তাড়াতাড়ি করে জুড়ী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে অত্র হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ আবু নোমান সিদ্দিকী বলেন, আমাদের এখানে আজ রাত ৮ টা ৩০ মিনিটে নিয়ে আসলে আমরা তাকে মৃত অবস্থায় পাই। সে বিষ খেয়েছে। আমরা তার মুখে বিষের গন্ধ পেয়েছি। দক্ষিণভাগ ২নং ওয়ার্ড মেম্বার ইমরান বলেন, আমি খবর পেয়ে হাসপাতালে এসে দেখি সে মারা গেছে। জুড়ী থানার এস আই সুধীপ্ত সুত্রধর হাসপাতালে এসে বলেন, সে বিষ খেয়ে মারা গেছে!