1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া মারকাযুল ইলমী ওয়াদ- দাওয়াহ্ মাদ্রাসার অভিভাবক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত শিবগঞ্জে এনসিপির পথ সভা অনুষ্ঠিত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, কাঙ্ক্ষিত স্বপ্ন এখনো পূরণ হয়নি — নাহিদ ইসলাম পটুয়াখালী আশরাফিয়া মাদ্রাসায় ৪১ কৃতি ছাত্রকে সংবর্ধনা জমিজমা সংক্রান্ত জেরে চাচাতো ভাইয়ের হাঁসুয়ার আঘাতে চাচাতো বোন নিহত নিয়ামতপুরে উল্টো রথে শেষ হলো রথযাত্রা উৎসব রানীশংকৈলে পরিত্যক্ত জেলখানায় ১ জনকে ছুরি আঘাত করে হত্যার চেষ্টা পীরগঞ্জের বৈরচুনা সীমান্তে বিএসএফ কর্তৃক ৬ বাংলাদেশী কে পুশ ইন ফুলবাড়ীতে বিএনপি’র ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ অষ্টগ্রামে রিপোর্টার্স ক্লাবের তারিখ পরিবর্তন

ভালবাসায় সিক্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী

মোঃ আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির দুই বারের নির্বাচিত সভাপতি ও জেলা বিএনপির সদস্য এডভোকেট এ.কে.এম কামরুজ্জামান মামুনকে গন-সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার(১৭ই ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে উপজেলা শিক্ষক সমিতির মাঠে এ সংবর্ধনার আয়োজন করেন উপজেলা বিএনপি এবং  সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সংবর্ধনার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি মো.আব্দুল হাই। সোমবার দুপুরে  উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার লোকজন মিছিলে মিছিলে সভাস্থলে উপস্থিত হন। কানায় কানায় পূর্ণ হয়ে উঠে উপজেলা শিক্ষক সমিতির মাঠ।
সেখানে জনগণের ভালবাসায় সিক্ত হন জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও জেলা বিএনপির সদস্য জননেতা এডভোকেট কামরুজ্জামান মামুন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এডভোকেট কামরুজ্জামান মামুন বলেন, আপনারা কষ্ট ও ত্যাগ স্বীকার করে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন এজন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ না-ই। বর্তমানে দেশে রাষ্ট্রীয় সংস্কারে আমাদের দল  বিএনপি ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।এ সময়ে তিনি আরও বলেন,অতি শীঘ্রই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান  আমাদের নেতা তারেক জিয়া বীরের বেশে দেশে আসবেন। উপজেলা বিএনপির  উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের বিজ্ঞ জিপি মো.সিরাজুল ইসলাম আবিদ।এ সময়ে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন। সংবর্ধনার এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক আবু শামীম মো.আরিফ,জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো.হানিফ,সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট  মো.নুরুজ্জামান লস্কর তপু, জেলা  জাতীয়তাবাদী যুব আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মো.আব্দুর রহিম গোলাপ ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমীরুল চকদার প্রমুখ। জানা যায়, এডভোকেট কামরুজ্জামান মামুন জেলা আইনজীবী সমিতির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ও পর পর দুইবার সভাপতি নির্বাচিত হয়েছেন।তিনি ব্রাহ্মণবাড়িয়া-১, নাসিরনগর (২৪৩) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com